ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছক্কার রেকর্ডে শচীনকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় ‘হিটম্যান’ রোহিত শর্মা

আজও কি উইন্ডিজকে উড়িয়ে দেবে ভারত?

প্রকাশিত: ০৬:৪৪, ২৪ অক্টোবর ২০১৮

আজও কি উইন্ডিজকে উড়িয়ে দেবে ভারত?

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলিদের মনে এতটুকু দয়ামায়া নেই! নইলে অতিথিদের নিয়ে এমন ছেলেখেলা কেউ করে? দুই টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ‘হোয়াইটওয়াশ’ করার পর প্রথম ওয়ানডেতে ৩২২ রান চেজ করে ভারতের জয় ৮ উইকেটে। জোড়া সেঞ্চুরিতে রেকর্ড বইয়ের পাতা এলোমেল করে দেন কোহলি ও রোহিত শর্মা। অথচ বিশাখাপত্তমে আজ দ্বিতীয় ম্যাচে আরও উন্নতি চায় স্বাগতিকরা! প্রথম তিন ব্যাটসম্যানকে নিয়ে কোন সংশয় নেই। রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি। মনে করা হচ্ছে, একদিনের ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বের সেরা প্রথম তিন ব্যাটসম্যান এক সঙ্গে পেয়ে গেছে ভারত। অনেক ম্যাচই এই ত্রয়ী উতরে দেবেন। প্রশ্ন হচ্ছে, যেদিন এই ত্রয়ী ব্যর্থ হবেন সেদিন কী হবে? বারবার দেখা যাচ্ছে ভারতের ব্যাটিংয়ে মিডলঅর্ডারেই যত সমস্যা। চার নম্বরে কে বিশ্বকাপের টিকেট অর্জন করবেন? অধিনায়ক কোহালি মনে করছেন, আম্বাতি রাইডু এই জায়গাটার জন্য বাকিদের চেয়ে এগিয়ে। তবে পাওয়া সুযোগ সেভাবে কাজে লাগাতে পারছেন না। কারও কারও মতে রাইডুই চার নম্বরে সেরা পছন্দ কি না, তার আসল পরীক্ষা হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। নতুন বছরে এই দুই দেশে মোট আটটি ওয়ান ডে খেলবে ভারতীয় দল। সেখানেই ঠিক হয়ে যাবে রাইডু আগামী বছর ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার যোগ্য কি না। বিশ্বকাপ খেলার সময় রায়ডুর বয়স হবে ৩৪ এবং মোটেও সেটা তারপক্ষে নয়। কোহালি, রবি শাস্ত্রীদের জন্য ঘোর উদ্বেগ তৈরি হবে যদি বিদেশে গিয়ে ব্যর্থ হন রায়ডু। তেমনই চলতে থাকবে মহেন্দ্র সিং ধোনির আলো-আঁধারি ফর্ম নিয়ে আলোচনা। এশিয়া কাপে ব্যাটহাতে ফের ব্যর্থ হয়েছেন সাবেক অধিনায়ক। চার ইনিংসে মাত্র ৭৭ রান করেছেন তিনি। গড় মাত্র ১৯.২৫। তারচেয়েও বেশি উদ্বেগজনক ছিল তার স্ট্রাইক রেট ৬২.০৯। অথচ তার ফিনিংশ টাচ দলের জন্য হয়ে উঠতে পারে ভাইটাল পয়েন্ট। আলোচনায় আছেন রোহিত শর্মাও। এমনিতে তার নাম ‘হিটম্যান’। বড় শট হাঁকাতে পারেন বলেই তাঁর এই নাম। আর সেই নামের যোগ্য মান রাখছেন রোহিত। আজই গ্রেট সচীন টেন্ডুলকরের রেকর্ডকে ভেঙ্গে ফেলতে পারেন তিনি। আগের ম্যাচে অপরাজিত ১৫২ রানের ইনিংস খেলেছিলেন। গুয়াহাটিতে ৮টি ছক্কা হাঁকিয়েছিলেন ‘হিটম্যান’। এখনও পর্যন্ত একদিনের ম্যাচে ১৯৪টি ছক্কা হাঁকিয়েছেন। আজ যে মাস্টার ব্লাস্টারকে ছুঁয়ে ফেলতে পারেন তা নিয়ে কারও সন্দেহ তো নেই-ই বরং আশা তিনি ছাপিয়ে যাবেন শচীনকে। শচীনের ওয়ান ডে-তে ছক্কার সংখ্যা ১৯৫টি। এই মুহূর্তে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় রোহিত শর্মা রয়েছেন ৮ নম্বরে। ইতিমধ্যেই তিনি ছাপিয়ে গেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে। সৌরভের ঝুলিতে রয়েছে ১৯০টি ওভার বাউন্ডারি। ধোনি রয়েছেন এই তালিকার চতুর্থ স্থানে। তিনিই একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যার জায়গা হয়েছে প্রথম পাঁচে। তালিকার শীর্ষে পাকিস্তানের শহীদ আফ্রিদি। তার মোট ছক্কার সংখ্যা ৩৫১। ২৭৫টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তৃতীয় শ্রীলঙ্কার সনৎ জয়সুরিয়া (২৭০)। সিরিজে আরও কত রেকর্ড যে অপেক্ষা করছে সেটিই দেখার অপেক্ষা।
×