ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মরিনহোর সঙ্গে বচসায় তোপের মুখে ইনানি

প্রকাশিত: ০৬:৪৪, ২৪ অক্টোবর ২০১৮

মরিনহোর সঙ্গে বচসায় তোপের মুখে ইনানি

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিপক্ষের মাঠে চেলসির বিপক্ষে শনিবার প্রিমিয়ার লীগের ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজের পুরনো ক্লাবের বিপক্ষে এই ম্যাচে আর হার দেখতে হয়নি ম্যানইউ কোচ জোশে মরিনহোকে। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ছিল অনেক উত্তেজনা। চেলসির সহকারী কোচ মারকো ইনানি বচসায় জড়িয়ে পড়েন মরিনহোর সঙ্গে। তার অসংলগ্ন আচরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে ফুটবল এ্যাসোসিয়েশন। অভিযুক্ত ইনানি এখন বেশ তোপের মুখেই আছেন ঘটনাটির কারণে। ২-১ গোলে এগিয়ে থাকা ম্যানইউ প্রায় জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল। কিন্তু সেই সময়েই মরিজিও সারির শিষ্যরা সমতায় ফেরে ৯৬ মিনিটে রস বার্কলির গোলে। এমন একটি গোলের পর ম্যানইউ বেঞ্চের সামনে এসে উল্লাস প্রকাশ করেন ইনানি। তার এই মাত্রাতিরিক্ত উদযাপনে দারুণ বিরক্ত হন মরিনহো। তিনি আসন থেকে উঠে এসে ইনানিকে প্রায় আঘাতই করতে বসেছিলেন। তবে নিরাপত্তাকর্মীরা তাকে আটকেছেন। এরপর সারি ও ইনানি উভয়ে ক্ষমা প্রার্থনা করেন মরিনহোর কাছে। সে কারণে তিনি বিষয়টির সেখানেই সমাপ্তির আহ্বান জানান। কিন্তু এফএ বিষয়টি এত সহজে শেষ হোক এমনটা চাইছে না। তারা ইনানির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের পথেই এগোচ্ছে। এফএ এক বিবৃতিতে বলেছে, ‘চেলসি কোচ মারকো ইনানি শনিবার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের ঘটনায় অভিযুক্ত। অভিযোগ আছে ৯৬ মিনিটের সময় তিনি যেমন আচরণ করেছেন সেটা ছিল পুরোপুরি অসংলগ্ন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে জোশে মরিনহোকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে তার দায়িত্ব সম্পর্কে জানানো হয়েছে। উভয় ক্লাবকেও একই সতর্কতা জানানো হয়েছে।’ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে নামার আগে মরিনহো বিষয়টি নিয়ে আরেকবার কথা বলছিলেন। তিনি জানিয়েছেন, ইনানির ক্যারিয়ার কোনভাবেই হুমকির ভেতরে ফেলতে চান না তিনি। মরিনহো বলেন, ‘আমি সারিকে তার সততার জন্য ধন্যবাদ জানাই। চেলসিকেও তাদের সততার জন্য ধন্যবাদ। কিন্তু আমি খুশি হতে পারছি না যে বিষয়টি অনেকদূর এগিয়ে যাচ্ছে তরুণ ইনানির ক্ষেত্রে। সে আমার কাছে ক্ষমা চেয়েছে এবং আমি সেটা গ্রহণ করে নিয়েছি। আমার মনে হয় সে দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য। আমার মনে হয় না সে বরখাস্ত হওয়ার মতো। সবাই কিছু ভুল করে এবং আমিও অনেক ভুল করেছি। সুতরাং আমি চাই তারা ছেলেটিকে ছাড় দেবে।’
×