ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লঙ্কান শীর্ষ বোর্ড কর্তা গ্রেফতার

প্রকাশিত: ০৬:৪৭, ২৪ অক্টোবর ২০১৮

লঙ্কান শীর্ষ বোর্ড কর্তা গ্রেফতার

স্পোর্টস রিপোর্টার ॥ ফিক্সিং ও দুর্নীতির বিরুদ্ধে বেশ শক্ত অবস্থান নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এ নিয়ে সম্প্রতি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) ওপর বিশেষ নজর রাখছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তবে বসে নেই দেশটির পুলিশ প্রশাসনও। ইতোমধ্যে অর্থ জালিয়াতির গুরুতর অভিযোগে গ্রেফতার করা হয়েছে লঙ্কান বোর্ডের অর্থ সম্পর্কিত শীর্ষ কর্মকর্তা উইমাল নন্দিকা দিসানায়েককে। জুলাই-আগস্টে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে টিভি সম্প্রচার নিয়ে একলাখ ৬৫ হাজার ডলারের গরমিল পেয়েছে পুলিশ। সিরিজে ১৫ শতাংশ অর্থ নাকি নন্দিকা নিজের এ্যাকাউন্টে যোগ করেছেন । বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে ইংল্যান্ড। আর টিভি সম্প্রচারের দায়িত্বে থাকা সনি পিকচার্স লিমিটেডের সঙ্গে এই সিরিজেও ৫.৫ মিলিয়ন ডলার নন্দিকা দাবি করেছে বলে জানায় সনি। ২০১৭ সালে চন্দ্রমালি কোরালের স্থলাভিষিক্ত হন নন্দিকা। তবে এই ইংল্যান্ড সফরের সময় তিনি দবি করেন তার এ্যাকাউন্ট হ্যাক হয়েছে। কিন্তু তদন্তে বেরিয়া আসে ব্যাপারটি মিথ্যে। এ ব্যাপারে পুলিশের মুখপাত্র বলেন, ‘টিভি সম্প্রচার স্বত্ব সনি নেটওয়ার্ক ২০১৩ সাল থেকে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে কাজ করছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজের সময় নান্দিকা সনি টিভির কাছে মূল চুক্তির ১৫ শতাংশ টাকা নিজের একাউন্টে জমা দেয়ার কথা বলেছিলেন। সে সময় সনির কাছ থেকে উদ্যোগ নেয়া হয়নি। তবে চলতি ইংল্যান্ড সিরিজের চুক্তির ৫০ শতাংশ দাবি করার পরপরই ব্যাপারটি বোর্ডে জানায় সনি নেটওয়ার্ক কর্তৃপক্ষ।’ এদিকে সম্প্রতি আইসিসির নিয়ম ভাঙ্গার কারণে শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়সুরিয়ার বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করা হয়।
×