ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এক বছর পর টি২০ দলে মালিঙ্গা

প্রকাশিত: ০৬:৪৭, ২৪ অক্টোবর ২০১৮

এক বছর পর টি২০ দলে মালিঙ্গা

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ এক বছরের বেশি সময় পরে শ্রীলঙ্কা টি২০ দলে ফিরলেন ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র ম্যাচটিতে তিনি সঙ্গী হিসেবে পাচ্ছেন তিন পেসার দুশমন্থ চামিরা, ইসুরু উদানা ও নুয়ান প্রদীপকে। নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস না থাকায় এ ম্যাচে লঙ্কানদের নেতৃত্ব দেবেন থিসারা পেরেরা। যদিও ১৫ সদস্যের এই দলে আছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক দীনেশ চান্দিমাল। নেয়া হয়েছে সর্বশেষ অনুর্ধ-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার নেতৃত্ব দেয়া কামিন্দু মেন্ডিসকে। সিনিয়র দলের হয়ে তিনি এর আগে কোন ম্যাচ খেলেননি। আগামী ২৮ অক্টোবর কলম্বোতে মুখোমুখি হবে দু’দল। শ্রীলঙ্কা টি২০ দল ॥ থিসারা পেরেরা (অধিনায়ক), দীনেশ চান্দিমল, নিরোশান দিকওয়েলা, কুলস পেরেরা, কুলস মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, দুশমন্থ চামিরা, আকিলা ধনঞ্জয়া, কাসুন রাজিথা, নুয়ান প্রদীপ, লক্ষণ সন্দাকান। প্রিমিয়ার ফুটবলের নতুন ভেন্যু ফরিদপুর স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার পেশাদার লীগ কমিটির একটি সভা অনুষ্ঠিত হয় বাফুফে ভবনে। সভা শেষে সিদ্ধান্ত হয় একটি ভেন্যু বাড়ছে প্রিমিয়ার লীগে। সবমিলে মোট ৭টি ভেন্যুতে এবার খেলা হবে। নতুন ভেন্যু ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম। এটি শেখ জামাল ধানম-ি ক্লাবের হোম ভেন্যু। বাকিগুলো হলো : ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহের শহীদ রফিকউদ্দিন স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়াম, নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম এবং নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম। ফেডারেশন কাপের পর হবে প্রিমিয়ার লীগ। তবে ঠিক কবে থেকে লীগ শুরু করা হবে এ সম্পর্কে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি বাফুফে। বাফুফে প্রথমে চেয়েছিল লীগ হবে ৮টি ভেন্যুতে। পরে দুটি কমিয়ে ৬টি ভেন্যুর অনুমোদন দেয় কমিটি। কিন্তু ক্লাবগুলোর আবেদনের মুখে আরেকটি বাড়ানো হয়।
×