ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ড. কামালকে কাপুরুষ বললেন ব্যারিস্টার মইনুল ও জাফরুল্লাহ

প্রকাশিত: ০৭:২৬, ২৪ অক্টোবর ২০১৮

ড. কামালকে কাপুরুষ বললেন ব্যারিস্টার মইনুল ও জাফরুল্লাহ

স্টাফ রিপোর্টাও ॥ গণফোরাম সভাপতি ড. কামালকে কাওয়ার্ড বা কাপুরুষ বলে ঘৃণা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের দুই শীর্ষ নেতা ব্যারিস্টার মইনুল হোসেন ও ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার কিছুক্ষণ আগে মোবাইল ফোনে ব্যারিস্টার মইনুল ও ডাঃ জাফরুল্লাহ এ মন্তব্য করেন। এর আগে ড. কামালের সঙ্গে মুঠোফোনে কথা বলেন ব্যারিস্টার মইনুল। মঙ্গলবার রাতে পৃথক দুটি কল রেকর্ড ফাঁস হয়। এতে শোনা যায়, ব্যারিস্টার মইনুল তার পাশে দাঁড়াতে এবং জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়ার জন্য ড. কামালকে অনুরোধ জানান। এ সময় ড. কামাল বলেন, ‘ঐক্যফ্রন্টকে আমি এগুলোর মধ্যে টানতে চাই না। এটা ঠিক হবে না।’ অপর প্রান্ত থেকে মইনুল বলেন, ‘কামাল ভাই থাকেন আপনার ঐক্যফ্রন্ট নিয়ে। আমি আর ঐক্যফ্রন্টে নাই। আমি গেলাম...।’ এরপর মইনুল ফোন করেন ডাঃ জাফরুল্লাহকে। শুরুতে মইনুল বলেন, ‘দেখ ড. কামালকে বললাম, আমায় আঘাত করে আমার নামে মামলা করতেছে, হয়রানি করতেছে।’ ‘আমি মনে করি, আপনার পক্ষ থেকে একটি বিবৃতি যাওয়া উচিত এইভাবে যে আমাদের ঐক্যফ্রন্টের ভেতরে গণ্ডগোল সৃষ্টির চেষ্টা করতেছে।’ এরপর কামালের বরাত দিয়ে ডাঃ জাফরুল্লাহকে মইনুল বলেন, এরপর সে-কী বলে জান? ‘আমি এ বিষয়টা ঐক্য প্রক্রিয়ার মধ্যে আনতে চাই না।’ এরপর জাফরুল্লাহ বলেন, ‘ওরা তো এটাই চাচ্ছে। ওরা তোমাকে আলাদা করতে চাচ্ছে।’ এরপর মইনুলকে বলতে শোনা যায়, ‘আমি ড. কামালকে বলে দিয়েছি আমি ঐক্যফ্রন্টে নাই।’ এরপর জাফরুল্লাহ বলেন, ‘থাক, একটু চুপ করে থাকো আপাতত।’ এরপর মইনুল উচ্চস্বরে বলেন, ‘কি চুপ করে থাকব, কালকে এ্যারেস্ট করে নিয়ে যাবে আমাকে, আর আমি চুপ করে থাকব। তুমি একটা স্টেটমেন্ট দিতে পারবা না। এটা কোন ঐক্যফ্রন্ট। আমি আমার নিজের ঐক্যফ্রন্টে থাকব। তার ঐক্যফ্রন্টে থাকব না। দেখি তার ঐক্যফ্রন্টে কয়টা থাকে। আমার ওপর চরম বিপদ..।’ এরপর জাফরুল্লাহ বলেন, ‘আমরা যদি এ সময়ে একে অপরের পাশে না দাঁড়াই তাহলে..।’ এরপর আবারও মইনুল বলতে থাকেন আমি শুধু বলেছি একটা বিবৃতি দেন, আর তাতেই...। ‘আমি মইনুল হোসেন ছাড়া কিসের ঐক্যফ্রন্ট। সে একটা কাউয়ার্ড।’ এ সময় জাফরুল্লাহও বলেন, ‘সে তো আগে থেকেই কাওয়ার্ড।’
×