ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে নিরাপত্তা সহযোগিতায় ভারত-চীন একমত

প্রকাশিত: ১৭:৩৬, ২৪ অক্টোবর ২০১৮

অবশেষে নিরাপত্তা সহযোগিতায় ভারত-চীন একমত

অনলাইন ডেস্ক ॥ ভারত ও চীন- উভয় দেশের মধ্যে বিরোধ কম নয়। তার পরেও এই দুই দেশ এবার নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য এক চুক্তিতে সই করেছে। এর আগে এমন চুক্তি কখনোই করেনি তারা। গত সোমবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও চীনের স্টেট কাউন্সিলর তথা নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ঝাও কেজহি দ্বিপাক্ষিক এ নিরাপত্তা সহযোগিতা চুক্তিতে সই করেন। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘এ চুক্তিতে সন্ত্রাস দমন, সংঘটিত অপরাধ প্রতিরোধ, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত তথ্য আদান-প্রদানের বিষয় অন্তর্ভুক্ত হবে। দু’দেশের মধ্যে সহযোগিতা ও আলোচনা বাড়ানোর জন্য এ চুক্তি খুবই কার্যকরী।’ চুক্তিতে ঠিক কী রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কোনো পক্ষই। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে শুধু বলা হয়েছে, নিরাপত্তা ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর একটি বিস্তীর্ণ জায়গা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, চীন, মিয়ানমার ও ভারতের ত্রিপাক্ষিক সীমানায় আত্মগোপন করে থাকা উলফা (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) নেতা পরেশ বড়–য়াকে ফেরত চেয়েছে ভারত। পাশাপাশি জইশ নেতা মাসুদ আজহারকে জাতিসংঘের জঙ্গি তালিকাভুক্ত করার বিষয়েও চাপ দেয়া হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বলে মাসুদকে কালো তালিকাভুক্ত করতে কয়েকবার ভেটো দিয়েছে চীন। সোমবার বৈঠক শেষে রাজনাথ টুইটারে বলেন, ‘চীনের নিরাপত্তামন্ত্রী ঝাও কেজহির সঙ্গে সফল একটি বৈঠক হল। সন্ত্রাস দমন ও সহযোগিতা ভাগাভাগিতে দু’পক্ষের আলোচনা নতুন দিগন্ত খুলে দেবে।’ অন্যদিকে সংবাদ সম্মেলনে ঝাও বলেন, ‘আমরা বিশ্বাস করি যে নিরাপত্তা ও আইন প্রয়োগের পথে এই সহযোগিতা সন্ত্রাস দমনে সাহায্য করবে। সন্ত্রাস দমনে এটি প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত গ্যারান্টি নিশ্চিত করবে।’ বৃহৎ অর্থনীতির যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে ভারতের মতো একটি বৃহৎ দেশকে পাশে চায় চীন। এসব মিলিয়ে ভারতের সঙ্গে নিরাপত্তা ক্ষেত্রে সমঝোতায় উভয় দেশই লাভবান হবে।
×