ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অ্যাপার্টমেন্ট থেকে সিংহ শাবক উদ্ধার!

প্রকাশিত: ১৮:১৬, ২৪ অক্টোবর ২০১৮

অ্যাপার্টমেন্ট থেকে  সিংহ শাবক উদ্ধার!

অনলাইন ডেস্ক ॥ ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলির এক অ্যাপার্টমেন্ট থেকে একটি সিংহ শাবক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির। ফরাসি গণমাধ্যম জানাচ্ছে, সন্দেহভাজন ওই ব্যক্তি ছয় সপ্তাহ বয়সী সিংহ শাবকটিকে ১১ হাজার ৪৭০ ডলারে বিক্রির চেষ্টা করছিল। তখন কেউ একজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রতিবেশীর বাসায় একটি আলমারিতে লুকিয়ে ছিল ওই ব্যক্তি। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। আর সিংহ শাবকটিকে শিশুদের বিছানা থেকে উদ্ধার করা হয়। শাবকটির স্বাস্থ্য ভালো আছে। তাকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। লা প্যারিসিয়েন জানান, অভিযুক্ত ব্যক্তি এর আগেও চুরির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। অবৈধভাবে রাখা সিংহ শাবক উদ্ধারের ঘটনা পুলিশের জন্য এটাই প্রথম নয়। ২০১৭ সালে জীর্ণশীর্ণ অবস্থায় একটি সিংহ শাবক প্যারিসের একটি খালি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। যে ব্যক্তি এই শাবকটিকে আটকে রেখেছিল সে তার সঙ্গে সেলফি তুলে প্রকাশ করেছিল। পরে গত আগস্টে দক্ষিণ আফ্রিকার একটি প্রাণী সংরক্ষণ কেন্দ্রে সিংহ শাবকটিকে পাঠানো হয়।
×