ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিল্পঋণ বিতরণ বেড়েছে ১৫ শতাংশ

প্রকাশিত: ০২:২১, ৩০ অক্টোবর ২০১৮

শিল্পঋণ বিতরণ বেড়েছে ১৫ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত অর্থবছরে (২০১৭-১৮) জুলাই-জুন সময়ে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ৩ লাখ ৪৬ হাজার ৩৯৭ কোটি টাকার শিল্পঋণ বিতরণ করেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই ঋণ ১৫.২১ শতাংশ বেশি। এই সময়ে শিল্পঋণের বড় একটি অংশ খেলাপিতে পরিণত হয়েছে। আলোচ্য অর্থবছরে শিল্পখাতের খেলাপি ঋণ বেড়েছে ২৬ শতাংশ। আবার আগের বিতরণ করা ঋণের মধ্যে থেকে আদায় বেড়েছে ১৪ দশমিক ৯৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ করা পরিসংখ্যাণ থেকে এ তথ্য জানা গেছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ঋণ বিতরণ বেড়ে যাওয়া একটি ভালো দিক। কারণ বিনিয়োগ বাড়ছে। আবার খেলাপি বেড়ে যাওয়াও একটি খারাপ দিক। তবে শুধু বড় আকারের শিল্পকে গুরুত্ব দিলে হবে না। সব ধরনের শিল্পকেই গুরুত্ব দিতে হবে। এছাড়া শিল্প খাতে আগের বছরের তুলনায় এবছর খেলাপি ঋণ একটু বেশি বেড়েছে। মূলত ৬ মাসের বকেয়া পড়লেই তাকে আমরা ঋণ খেলাপি হিসেবে বিবেচিত করবো। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কঠোরভাবে মনিটরিং করছে। বিশেষ করে বড় ঋণ খেলাপিদের গুরুত্ব সহকারে দেখছে। পাশাপাশি ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরো বেশি তৎপর হতে পরামর্শ দিচ্ছে।
×