ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপরাধী’ গায়ক আরমান আলিফের ‘সর্বনাশ’

প্রকাশিত: ০৪:০৩, ৩০ অক্টোবর ২০১৮

অপরাধী’ গায়ক আরমান আলিফের ‘সর্বনাশ’

অনলাইন রিপোর্টার ॥ চলমান মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম বিস্ময়বালক আরমান আলিফ। ‘অপরাধী’ গানটি গেয়ে মাত করে দিয়েছেন তিনি। পরে ‘অপরাধী’ গানের সুরে আরও বেশ কিছু গান প্রকাশ করেই সমালোচিতও হয়েছেন। তবে পথ চলা থেমে নেই তার। এবার নতুন সুরের নতুন গান নিয়ে হাজির হয়েছেন তিনি। অন্তর্জালে উন্মুক্ত হলো তার নতুন চমক ‘সর্বনাশ’। আজ মঙ্গলবার বেলা ৩টায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এক্সক্লুসিভ এই গানের ভিডিওটি। এর আগের অধিকাংশ গানে গীতিকার ও সুরকার ছিলেন তিনি নিজেই। তবে এবারের গানটির কথা ও সুর আরমান নিজে করেননি। এটি লিখেছেন মেহেদী হাসান লিমন আর সুর-সংগীত করেছেন শাহরিয়ার রাফাত। ভিন্ন গীতিকার ও সুরকার হওয়ায় এবারের গানে নতুন আরমান আলিফকে খুঁজে পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু। এদিকে ‘সর্বনাশ’ গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে আরমান আলিফের পাশাপাশি মডেল হয়েছেন অভি প্রামাণিক ও আদিভা ইভা। ‘সর্বনাশ’ প্রসঙ্গে আরমান আলিফ বলেন, ‘এ পর্যায়ে এসে আমাকে একটু হিসেব করে গান করতে হচ্ছে। শ্রোতা-দর্শকদের বৈচিত্র দেওয়ার বিষয়টি ভাবতে হচ্ছে। আমি তো মনে করি এবারের গানটি পুরনো সব গান থেকে বেশ আলাদা। নতুন আরমানকে খুঁজে পাবেন শ্রোতারা। আর ভিডিওটির গল্পেও রয়েছে দারুণ একটা বার্তা। সেটি হলো, সন্দেহ ডেকে আনে সর্বনাশ। যে সন্দেহ একটা সম্পর্ক যেমন নষ্ট করে তেমন একটা মানুষের জীবনও শেষ করে দিতে পারে। ফলে সহজেই কাউকে সন্দেহ করা ঠিক নয়।’
×