ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচক কমেছে

প্রকাশিত: ০০:১৭, ৪ নভেম্বর ২০১৮

পুঁজিবাজারে সূচক কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিসেই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৫৩৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৯ কোটি ৩৬ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৫২৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৫৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৯ পয়েন্ট কমে ৫ হাজার ২৩৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৫২ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড , ইউনাইটেড পাওয়ার, বিবিএস কেবল, ইন্টাকো রিফুয়েলিং, নুরানী ডাইং, ড্রাগন সোয়েটার, এসকে ট্রিমস, ফার্মা এইড, ইনটেক ও ভিএফএস থ্রেড ডাইং। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বসুন্ধরা পেপার, মিরাকল, সিনোবাংলা, সায়হাম টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, রূপালী লাইফ, ইন্ট্রাকো রিফুয়েলিং, এইচআর টেক্সটাইল, এমএল ডাইং ও সিলভা ফার্মা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর।
×