ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে ১৫১ রানে হারল বাংলাদেশ

প্রকাশিত: ২১:৩১, ৬ নভেম্বর ২০১৮

প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে ১৫১ রানে হারল বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ এই জিম্বাবুয়েকে গত কয়েক বছর ধরে বলে কয়েই হারিয়ে আসছে বাংলাদেশ। তার উপর ঘরের মাঠে সিরিজ। ফেবারিট হিসেবেই খেলতে নেমেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। এই 'ফেবারিট' তকমাটাই যেন কাল হলো। জিম্বাবুয়ের স্পিনের সামনে দাঁড়াতে পারল না বাংলাদেশ। চতুর্থ দিনের সকালে সিকান্দার রাজা স্বাগতিকদের টপ অর্ডারকে কাঁপিয়ে দেওয়ার পর বাকিটা সারলেন দুই অভিষিক্ত ব্র্যান্ডন মাভুটা ও ওয়েলিংটন মাসাকাদজা। সিলেটের অভিষেক টেস্ট সফরকারীরা জিতল ১৫১ রনে। বাংলাদেশের পক্ষে ইমরুল ৪৩, লিটন ২৩, মুমিনুল ৯, মাহমুদউল্লাহ ১৬, শান্ত ১৩, মুশফিকুর ১৩, মিরাজ ৭, আরিফুল ৩৮, তাইজুল ০, অপু ০ রানে আউট হয়েছেন। ব্যাটসম্যানদের নিদারুণ ব্যর্থতায় পাঁচ বছর পর জিম্বাবুয়ের কাছে টেস্ট হারল বাংলাদেশ। সেটাও আবার ১৫১ রানের বড় ব্যবধানে। প্রথম ইনিংসে ১৪৩ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ১৬৯ রানের বেশি এগোতে পারেনি মাহমুদউল্লাহর দল। ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ের উইলিয়ামস
×