ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কিমের প্রথম সরকারী প্রতিকৃতি উন্মোচন উত্তর কোরিয়ায়

প্রকাশিত: ১৯:১৭, ৭ নভেম্বর ২০১৮

কিমের প্রথম সরকারী প্রতিকৃতি উন্মোচন উত্তর কোরিয়ায়

অনলাইন ডেস্ক ॥ উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের প্রথম একটি সরকারি প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে। এর মধ্য দিয়ে কিমকেও দেশের একজন মহিমান্বিত ব্যক্তিত্ব হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। উত্তর কোরিয়ায় কিমের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে এ ছবি তার এক উল্লেখযোগ্য প্রমাণ। কিম স্বপ্রণোদিত কোনো নেতা হিসাবে নয় বরং এতোদিন একজন উত্তরসূরির ধাঁচেই কাজ চালিয়ে এসেছেন। তাই এ পরিবর্তন বেশ গুরুত্বপূর্ণ। গত ৪ নভেম্বর রোববার কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেলের সফরের সময় তার এবং কিমের বিশাল দুটি প্রতিকৃতি পাশাপাশি রাখা হয় পিয়ংইয়ংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবিতে দেখা যায়, কিম বাম দিকে সোজা তাকিয়ে হাসছেন। তার পরনে রয়েছে পশ্চিমা ফ্যাশনের স্যুট ও টাই। বিশ্লেষকরা বলছেন, কিম জং উনের প্রতিকৃতি এখন জনসম্মুখে প্রদর্শনের জন্য রাখা হচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে। বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ, এর মধ্য দিয়ে কিম নেতৃত্বের জায়গাটিতে প্রতীকীভাবে তার বাবা এবং দাদার সমান গুরুত্ব পাচ্ছেন।
×