ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

গায়েবী মামলার তালিকা প্রধানমন্ত্রীর বরাবরে পৌঁছে দিয়েছে বিএনপি

প্রকাশিত: ২১:৪৭, ৭ নভেম্বর ২০১৮

গায়েবী মামলার তালিকা প্রধানমন্ত্রীর বরাবরে পৌঁছে দিয়েছে বিএনপি

অনলাইন রিপোর্টার ॥ আজ বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে দেশজুড়ে দায়ের হওয়া ‘গায়েবী’ মামলার তালিকা প্রধানমন্ত্রীর বরাবরে পৌঁছে দিয়েছেন বিএনপির দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। তালিকাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার ব্যক্তিগত কর্মকর্তা আবদুল হামিদ গ্রহণ করেন। চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইজুল ইসলাম টিটু, আইনজীবী অ্যাডভোকেট জিয়াউদ্দীন জিয়া, শরিফুল ইসলাম লিটন ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, গত ১ নবেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা ডায়েরি ও মামলার তালিকা জমা দেওয়ার জন্য বলেন। এরই পরিপ্রেক্ষিতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার আংশিক তালিকা পাঠানো হলো। বিএনপি দাবি করে আসছে, গত ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ৪ হাজার ৩৭১টি মামলায় বিএনপির ২৫ লাখ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
×