ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইসি-আওয়ামী লীগ বৈঠক শুরু

প্রকাশিত: ২৩:৪৪, ৭ নভেম্বর ২০১৮

ইসি-আওয়ামী লীগ বৈঠক শুরু

অনলাইন রিপোর্টার ॥ আওয়ামী লীগের নির্বাচনী পরিচলনা কমিটির কো- চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল ইসির সঙ্গে বৈঠকে বসেছে। বুধবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী উপস্থিত রয়েছেন। এছাড়া নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, ইসির জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামানও উপস্থিত আছেন। এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধিদলে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য রাশিদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, রিয়াজুল কবীর কাওছার, গোলাম রাব্বানী চিনু, মারুফা আক্তার পপি, কেন্দ্রীয় নেতা তানভীর ইমাম, ফজিলাতুন্নেছা বাপ্পী, এনামুল হক চৌধুরী, সেলিম মাহমুদ, মুস্তাফিজুর রহমান বাবলা।
×