ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্টের কাল পদযাত্রা, পরশু রোড মার্চ

প্রকাশিত: ০২:২০, ৭ নভেম্বর ২০১৮

ঐক্যফ্রন্টের কাল পদযাত্রা, পরশু রোড মার্চ

অনলাইন রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শেষে বুধবার ঢাকার বেইলি রোডে কামাল হোসেনের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শেষে বুধবার ঢাকার বেইলি রোডে কামাল হোসেনের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে দাবির বিষয়ে সুরাহা না হওয়ায় রোডমার্চ করে রাজশাহীর সমাবেশে যাওয়ার কর্মসূচি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তা স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। দ্বিতীয় দফা সংলাপে গণভবনে বুধবার তিন ঘণ্টার আলোচনা শেষ বিকালে বেইলি রোডে কামাল হোসেনের বাড়িতে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, “সাত দফা আদায়ের জন্য আমরা আন্দোলনে আছি। কাল পদযাত্রা হবে। পরশু রাজশাহীতে সমাবেশ।”সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঐক্যফ্রন্টের রোড মার্চ কর্মসূচি স্থগিতের কথা জানান। তিনি বলেন, “ঐক্যফ্রন্টের নেতারা আলোচনা করে কালকের রোড মার্চ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পরশু রাজশাহীতে সমাবেশ হবে।” বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংলাপ নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন, এছাড়া সিইসি ভাষণ দেবেন। সেগুলো পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে রোড মার্চ স্থগিত করা হয়েছে।
×