ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিক্টোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিল রিয়াল

প্রকাশিত: ১৯:০৪, ৮ নভেম্বর ২০১৮

ভিক্টোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিল রিয়াল

অনলাইন ডেস্ক ॥ প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের লাগাম মুঠোয় নেওয়া রিয়াল মাদ্রিদ পরে ব্যবধান আরও বাড়িয়ে দাপুটে জয় পেয়েছে। তাতে রিয়াল কোচ হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সূচনা পেয়েছেন সান্তিয়াগো সোলারি। করিম বেনজেমার জোড়া গোলে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্রুপের ম্যাচে ভিক্টোরিয়া প্লজেনের মাঠে ৫-০ গোলে জেতে রিয়াল। প্রথম লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-১ ব্যবধানে জিতেছিল প্রতিযোগিতার শিরোপাধারীরা। হুলেন লোপেতেগির বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ সোলারির অধীনে কোপা দেল রে ও লা লিগাতেও জয়ে শুরু করেছিল রিয়াল। ম্যাচের ২০তম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় রিয়াল। নিজেদের অর্ধ থেকে টনি ক্রুসের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা বেনজেমা একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন। দুই মিনিট পর জার্মান মিডফিল্ডার ক্রুসের কর্নারেই হেডে ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো। ৩৭তম মিনিটে সতীর্থের ছোট করে কর্নার নেওয়ার পর লুকাস ভাসকেসের বাড়ানো বলে গ্যারেথ বেল হেড দেওয়ার পর গোলমুখ থেকে ফরাসি ফরোয়ার্ড বেনজেমাও হেডেই জাল খুঁজে নেন। তিন মিনিট পর দানি সেবাইয়োসের কাট ব্যাকে বেনজেমা মাথা ছোঁয়ানোর পর দূরের পোস্টে থাকা ওয়েলসের ফরোয়ার্ড বেল ভলিতে ব্যবধান আরও বাড়ান। ৬৭তম মিনিটে দারুণ চিপে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে স্কোরলাইন ৫-০ করেন ক্রুস। প্রতিআক্রমণে প্রায় মাঝ মাঠ থেকে বল টেনে নেওয়া ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বল দূরের পোস্ট দিয়ে জালে পৌঁছে দেন জার্মানির এই মিডফিল্ডার। চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সিএসকেএ মস্কোর মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরা এএস রোমার পয়েন্টও রিয়ালের সমান; তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালির দলটি। রাশিয়ার দল সিএসকে মস্কো ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে গেছে প্লজেনের।
×