ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমতলীতে নাশকতা মামলায় বিএনপির নেতসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ২৩:৩৭, ৮ নভেম্বর ২০১৮

আমতলীতে নাশকতা মামলায় বিএনপির নেতসহ গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ আমতলী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, সহ-সভাপতি মোঃ মকবুল আহম্মেদ খান নাশকতা ও উপজেলরা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী জামান রাকিবকে একটি মারামারি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে তাদের পৌর শহরের বাসা থেকে গ্রেফতার করা হয়। জানাগেছে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিসের ২০০ গজ উত্তরে তুলাতলা কালভার্টের নিকট থেকে গত ২০ সেপ্টেম্বর চারটি পেট্রোল বোমা, বিস্ফোরিত দু’টি ককটেল বোমা, একটি পেট্রোল বোমার সরঞ্জাম ও আটি বাঁধা ১০ পিস লাঠি উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ওইদিন রাতে আমতলী থানার এস আই মাসুদ হাওলাদার বাদী হয়ে যুবদল সভাপতি কবির ফকির, শ্রমিক দল সভাপতি সামসু চৌকিদার, ছাত্রদল সভাপতি আবু সাইদ জুবায়েরী, সাধারণ সম্পাদক মেহেদী জামান রাকিব, সাংগঠনিক সম্পাদক ইমরান খান, সেচ্ছাসেবক দলের সভাপতি আলহাজ তারিকুল ইসলাম টারজান, ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহবায়ক হানিফ বয়াতির নাম উল্লেখ করে ৪৫-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত সাত আসামি উচ্চ আদালতে জামিনে রয়েছে। বৃহস্পতিবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
×