ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাটোরে হঠাৎ অনিদিষ্টকালের বাস ধর্মঘট

প্রকাশিত: ০০:০১, ৮ নভেম্বর ২০১৮

নাটোরে হঠাৎ অনিদিষ্টকালের বাস ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ অভ্যন্তরীন বিরোধ এবং শ্রমিককে মারপিটের অভিযোগে হঠাৎ বাস ধর্মঘট চলছে নাটোর জেলায়। ফলে সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে উত্তরবঙ্গ। আজ বৃহস্পতিবার সকাল থেকে কোন বাস ছেড়ে যায়নি এবং প্রবেশ করতে পারেনি। হঠাৎ করে শ্রমিক ধর্মঘটের কারনে বিপাকে পড়েছেন সাধারন যাত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু মেধাবী শিক্ষার্থীরা। শ্রমিক নেতারা জানান, নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাথে রাজশাহী মালিক সমিতির বিরোধ এবং নাটোরের এক শ্রমিককে মারপিটের ঘটনায় সকাল থেকে সকল রুটের বাস বন্ধ করে দিয়েছে নাটোর মালিক সমিতি এবং শ্রমিকরা। এতে করে নাটোর থেকে কোন বাস ছেড়ে যায়নি বা প্রবেশ করতে পারেনি। শ্রমিক ধর্মঘটের কারনে নাটোর থেকে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে শ্রমিক ধর্মঘটের কারনে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ছোট ছোট যানবাহনে গন্তব্য স্থানে যাচ্ছেন সাধারণ মানুষ। এদিকে ধর্মঘটের কারণ নিয়ে ধুয়াশায় রয়েছেন বাস সংশ্লিষ্টরা। তবে ধর্মঘটের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন, নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল রহমান সাগর। ধর্মঘট আহবানকারী নাটোর জেলা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকরাম হোসেন শ্রমিক নির্যাতনের প্রতিবাদে এই ধর্মঘট আহবান করার কথা বললেও কোন শ্রমিক কখন কার হাতে কোথায় আহত হয়েছে তা জানাতে পারেন নাই। নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্য নির্বাহী সদস্য সাইফুল ইসলাম জানান, বিরোধি মিমাংসা না হওয়া পর্যণÍ ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন শ্রমিক নেতারা। নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম বাচ্চু বলেছেন, শুক্রবার রাজশাহীতে ঐক্যফন্টের সমাবেশে লোকজন যেন যেতে না পারে সেজন্যই সরকারি দলের পক্ষ থেকে হঠাৎ এই ধর্মঘট ডাকা হয়েছে। এ ব্যাপারে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ড. রাজ্জাকুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ খবর নিয়ে সমাধানের চেষ্টা চলছে।
×