ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঝালকাঠির র‌্যাব ও পুলিশ কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ

প্রকাশিত: ০০:৪৪, ৮ নভেম্বর ২০১৮

ঝালকাঠির র‌্যাব ও পুলিশ কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির জুডিস্যিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত র‌্যাব-৮ এর ডি.এ.ডি মো: জহিরুল ইসলাম ও রাজাপুর থানার এস.আই গাজী ফজলুর রহমানকে স্ব-শরীরে ধার্যকৃত তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছে। র‌্যাবের ডি.এ.ডি রাজাপুর থানার মাদক নিয়ন্ত্রণ আইনের ২/(১১)-১৮ নং মামলার বাদী এবং গাজী ফজলুর রহমান এই মামলার তদন্তকারি কর্মকর্তা। এই আদালতের বিচারক মো: সেলিম রেজা আজ বৃহস্পতিবার এই নির্দেশনা প্রদান করেছে। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেচরি রামপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম মঙ্গলবার রাতে কৈখালী বাজার এলাকা থেকে র‌্যাবের অভিযানে ২৯ পিস ইয়াবা সহ গ্রেফতার হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে রাজাপুর থানায় র‌্যাবের ডি.এ.ডি মো: জহিরুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আদালতে মো: রফিকুল ইসলামের আইনজীবি দাবি করেছে এই ইউনিয়নের বিতর্কিত ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রভাবিত হয়ে রফিকুল ইসলামকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাসিয়েছে এবং তাকে গ্রেফতারের পরে শাররিক ভাবে নির্যাতন করা হয়েছে। এই ঘটনায় আইনজীবি আদালতের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার দাবি করেছে।
×