ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে আটক শিবির নেতাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা

প্রকাশিত: ০৪:০৫, ৮ নভেম্বর ২০১৮

দিনাজপুরে আটক শিবির নেতাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে নাশকতা মামলার পলাতক আসামী শিবির নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে সৃষ্ট হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। দিনাজপুরের চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম জানান, বুধবার মধ্যরাতে নাশকতা মামলার পলাতক আসামী শিবির নেতা আল আমিনকে গ্রেফতার করতে নশরতপুর ইউনিয়নের রানীরবন্দরে বাসায় অভিযান পরিচালনা কালে এলাকাবাসীর হামলায় ৪ পুলিশ সদস্য আহত হন। আল আমিনকে গ্রেফতারের পর ছিনিয়ে নেয়ার জন্য হামলা চালানো হয়। আল আমিন নশরতপুর ইউনিয়নের পাইকপাড়ার সাবেক ইউপি সদস্য জামায়াতের রোকন মকবুল হোসেনের ছেলে। হামলায় আহত ৪ পুলিশ সদস্য হলেন এএসআই ফিরোজ আহমেদ ও আনোয়ার হোসেন, কনস্টেবল আনিস আহমেদ ও মাহমুদুর রহমান। আহতদের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ওসি হারেসুল ইসলাম জানান, কর্তব্যরত পুলিশদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আটক শিবির নেতা আল আমিনকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
×