ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তফসিলকে স্বাগত জানালেন এরশাদ

প্রকাশিত: ০৪:৩৬, ৮ নভেম্বর ২০১৮

তফসিলকে স্বাগত জানালেন এরশাদ

অনলাইন রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তফসিলকে স্বাগত জানিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ তফসিল ঘোষণা করেছেন। তফসিল ঘোষণার পরপরেই তিনি গন্যমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ কথা জানান। এছাড়া বৃহস্পতিবার (৮ নবেম্বর) জাতীয় পার্টির পক্ষে মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার তাঁর গুলশানের ব্যবসায়িক কার্যালয়ে এ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, প্রায় ৪০ টি দলের সাথে আলোচনা করে যে তফসিল ঘোষণা করা হয়েছে তাকে শুভকামনা জানাই। এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৯ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নবেম্বর এবং ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর।
×