ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসপি পদোন্নতি পেলেন ২৩৫ কর্মকর্তা

প্রকাশিত: ০৬:৪৪, ৯ নভেম্বর ২০১৮

এসপি পদোন্নতি পেলেন ২৩৫ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার ॥ ২৩৫ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (এ্যাডিশনাল এসপি) পদ থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদায় পদোন্নতি দেয়া হয়েছে। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধি শাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত দুটি পৃথক (৫ জন ও ২৩০ জন) প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়েছে। আদেশে প্রজ্ঞাপনের ২৩০ জনকে সুপার নিউমারির পদের বিপরীতে এসপি হিসেবে পদোন্নতি দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া যারা মিশনে বা উন্নত শিক্ষার জন্য দেশের বাইরে রয়েছেন তারা দেশে ফিরলে পদোন্নতি কার্যকর হবে। এর আগে গত ৬ নবেম্বর পৃথক এক প্রজ্ঞাপনে পুলিশ শীর্ষ পর্যায়ে পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে চারজন অতিরিক্ত আইজিপি ও ১৩ ডিআইজিকে পদোন্নতি দেয়া হয়েছে। মার্কিন দূতাবাস ১১ নবেম্বর বন্ধ থাকবে বাংলানিউজ ॥ আমেরিকান সৈনিক দিবস উপলক্ষে আগামী রবিবার (১১ নবেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, আমেরিকান সৈনিক দিবস আমেরিকার জাতীয় ছুটির দিন। সেজন্য দূতাবাস ছাড়াও কনস্যুলার সেকশন, পাবলিক এ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে ব্লাড, আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট এ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে। তবে দূতাবাস বন্ধ থাকলেও আমেরিকান নাগরিকদের জন্য জরুরী সেবা দেয়া হবে। এজন্য তাদের ৫৫৬৬-২০০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
×