ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০ দলীয় জোটে যুক্ত হলো আরও ৩ দল

প্রকাশিত: ০৮:১১, ৯ নভেম্বর ২০১৮

২০ দলীয় জোটে যুক্ত হলো আরও ৩ দল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পরিধি বেড়ে এবার ২৩ দলীয় জোটে পরিণত হয়েছে। বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশ জাতীয় দল, পিপলস পার্টি অব বাংলাদেশ ও মাইনোরিটি জনতা পার্টি এই জোটের সঙ্গে যোগ দেয়। বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বাধীন জাতীয় দল, মশিয়ুর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমানের নেতৃত্বাধীন পিপলস পার্টি অব বাংলাদেশ এবং সুপ্রীতি কুমার মণ্ডলের নেতৃত্বাধীন মাইনোরিটি জনতা পার্টি আনুষ্ঠানিকভাবে ২০ দলীয় জোটের সঙ্গে যুক্ত হলো। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব) ড. অলি আহমেদ বলেন, বেগম খালেদা জিয়াকে চিকিৎসা সম্পূর্ণ না করে একটি নির্জন ও পরিত্যক্ত কারাগারে নিয়ে যাওয়া এটা হত্যার ষড়যন্ত্র। তিনি এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। নতুন যোগ দেয়া তিন দলকে ২০ দলে যোগ দেয়ায় অভিনন্দন জানান। জোটের বৈঠকে সাধারণত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান সভাপতিত্ব করলেও এবার ব্যতিক্রম ঘটেছে তাতেও। অলিকে সভাপতির আসনে বসতে বলেন জোট সমন্বয়ক।
×