ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

'মাতৃভূমি রক্ষায় শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে লড়ছে ইয়েমেনিরা'

প্রকাশিত: ১৮:৪২, ৯ নভেম্বর ২০১৮

'মাতৃভূমি রক্ষায় শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে লড়ছে ইয়েমেনিরা'

অনলাইন ডেস্ক ॥ ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ'র মুখপাত্র আব্দুস সালাম বলেছেন, মার্কিন নির্দেশে ইয়েমেনে আগ্রাসন অব্যাহত রেখেছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। বর্তমানে ইয়েমেনি জনগণ মাতৃভূমি রক্ষায় বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। গতরাতে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেছেন। তবে সৌদি জোটের সঙ্গে যুদ্ধে ইয়েমেনিদের অবস্থান ভালো বলে তিনি জানান। আব্দুস সালাম বলেন, যুদ্ধক্ষেত্রে ইয়েমেনিদের অবস্থান মোটেই উদ্বেগজনক নয়। আল-হুদায়দা এলাকায় সৌদি ধ্বংসযজ্ঞ প্রসঙ্গে তিনি বলেন, আগ্রাসীরা আবাসিক এলাকাসহ প্রদেশের মৌলিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করার চেষ্টা করছে। সম্প্রতি সৌদি আরব হুদায়দায় হামলা জোরদার করলেও ইয়েমেনিদের পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইয়েমেনিদের পাল্টা হামলায় এ পর্যন্ত বহু আগ্রাসী সেনা নিহত হয়েছে। সৌদি আরব হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা। ইসরাইল ও আমেরিকার সমর্থনে ২০১৫ সাল থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।
×