ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবারও মুখোমুখি কোহলি-রোহিত!

প্রকাশিত: ১৯:০৪, ৯ নভেম্বর ২০১৮

আবারও মুখোমুখি কোহলি-রোহিত!

অনলাইন ডেস্ক ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভারতীয় পেসারদের বিশ্রাম দিতে চেয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আগামী বছর বিশ্বকাপের কথা মাথায় রেখেই উদ্যোগ নিয়েছেন কোহলি। তবে অধিনায়কের প্রস্তাব মানতে নারাজ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। শুধু আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোই নয়, রোহিত শর্মাও কোহলির দাবির সঙ্গে সহমত পোষণ করছেন না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, যশপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকে আইপিএল-এ বিশ্রাম দেওয়ার পক্ষে কোহলি। উল্লেখ্য, আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ। আইপিএল শেষ হবে ১৯ মে। বিশ্বকাপে ভারতের প্রথম খেলা ৫ জুন। ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এদিকে, এ ব্যাপারে রোহিতেরও মতামত জানতে চাওয়া হয়। রোহিত জানিয়ে দেন তাঁর নিজস্ব মতামত। মুম্বাই ইন্ডিয়ান্স যদি প্লে অফ বা ফাইনালে ওঠে এবং বুমরাহ যদি খেলার মতো ফিট থাকেন, তাহলে তাঁকে বিশ্রাম দেওয়া যাবে না। অর্থাৎ কোহলির সঙ্গে চিন্তাভাবনায় এক মেরুতে নন রোহিত।
×