ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাশোগি হত্যা ॥ এসিডের প্রমাণ পেয়েছে তুরস্ক

প্রকাশিত: ১৯:৩৬, ৯ নভেম্বর ২০১৮

খাশোগি হত্যা  ॥ এসিডের প্রমাণ পেয়েছে তুরস্ক

অনলাইন ডেস্ক ॥ সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর তার লাশ এসিড দিয়ে গলিয়ে ফেলা হয়েছে বলে অনেকেই ধারণা করেছিলেন। তুরস্কের তদন্তকারীরা এবার সেই কাজে ব্যবহৃত 'হাইড্রফ্লোরিক' এসিড ও অন্যান্য কেমিক্যালের সন্ধান পেয়েছেন। তুরস্কের এটর্নি জেনালেরেলের কার্যালয় থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। আঙ্কারায় সৌদি কনস্যুলেটের পাশে কনসাল জেনারেলের বাস ভবনে তুর্কি তদন্ত দল 'হাইড্রফ্লোরিক' এসিড ও অন্যান্য কেমিক্যালের উপস্থিতি পেয়েছে বলে জানা গেছে। কনসাল জেনারেলের বাসায় যে কেমিক্যালের সন্ধান পাওয়া গেছে তা কনসাল জেনারেল মোহাম্মদ আল-ওতাইবির কক্ষেই ছিল। তুর্কি তদন্তকারীরা তার রুমের ভিতের এর সন্ধান পেয়েছে। খাশোগি হত্যার দুই সপ্তাহ পর কনসাল জেনারেলের বাসা তল্লাশি করেছিল তুর্কি তদন্তকারীরা। তখনই এসব কেমিক্যালের সন্ধান মেলে।
×