ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইথিওপিয়ায় গণকবর থেকে ২০০ মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২১:৪৭, ৯ নভেম্বর ২০১৮

ইথিওপিয়ায় গণকবর থেকে ২০০ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক ॥ আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ২০০ মরদেহের একটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। দেশটির সোমালি ও অরোমিয়া সীমান্তবর্তী অঞ্চলে গণকবরটির সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গত এক বছরে সহিংসতায় হাজার হাজার ইথিওপিয়ান প্রাণ হারিয়েছেন। সাবেক স্থানীয় প্রেসিডেনন্ট আবদি মোহাম্মাদের বিরুদ্ধে তদন্ত অভিযান চালাতে গিয়ে এই গণকবরের সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। জাতিগত দাঙ্গা তৈরির অভিযোগে বিচারের অপেক্ষায় আছেন আবদি মোহাম্মদ। তার নির্দেশে স্থানীয় নিরাপত্তা বাহিনী যারা লিউ হিসেবে বেশি পরিচিত তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হয়। পুলিশ জানিয়েছে, তারা ২০০ মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছেন। গত আগস্টে প্রেসিডেন্ট এর দায়িত্ব থেকে জোর করে অব্যাহতি দেওয়া হয় আবদি মোহাম্মদকে। এর কয়েক সপ্তাহ পরে গ্রেফতারও করা হয় তাকে। তার বিরুদ্ধে অভিযোগ, ১৩ বছর শাসনামলে প্রচুর হত্যাকাণ্ড, ধর্ষণ ও নিপীড়ন সংঘটিত হয়েছে।
×