ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৪ কোটি টাকা মূল্যের বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ‘কার্লমান কিঙ্গ’

প্রকাশিত: ২৩:১৫, ৯ নভেম্বর ২০১৮

১৪ কোটি টাকা মূল্যের বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ‘কার্লমান কিঙ্গ’

অনলাইন ডেস্ক ॥ কার্লমান কিঙ্গ। বিশ্বের সবচেয়ে দামি এবং বিলাসবহুল স্পোর্টস ইউটিলিটি ভেহিকল। বাইরে থেকে দেখতে হিরের মতো। দেখে নিন এই গাড়ির কিছু গুরুত্বপূর্ণ ফিচার। ইউরোপের একটি দল চিনের সংস্থা আইএটি-র সঙ্গে যৌথ ভাবে এই গাড়িটি বানিয়েছে। বাজার দর ১৪ কোটি টাকার কিছু বেশি। দৈর্ঘ্যে প্রায় ৬ মিটার এবং এর ওজন ৪.৫ টন। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার এবং এতে ৬.৮ লিটার ভি ১০ পেট্রোল ইঞ্জিন রয়েছে। সংস্থার দাবি, যাত্রা আরামদায়ক করার জন্য এই গাড়ির জুড়ি মেলা ভার। গাড়ির ভিতরে কোনও রকম ঝাঁকুনি বুঝতে পারবেন না আরোহীরা। রাস্তা খারাপ হলেও এই সুবিধা পাবেন আরোহীরা। বিনোদনের জন্য এইচডি ৪-কে স্ক্রিন, প্লে স্টেশন ফোর, স্যাটেলাইট টিভি এবং স্যাটেলাইট ফোন— সবই রয়েছে গাড়ির মধ্যে। বিনোদনের আরও আরও ব্যবস্থা রয়েছে। যেমন, চাইলেই বানিয়ে ফেলতে পারবেন কফি। সঙ্গে ফ্রিজ থেকে বার করে নিন পছন্দের খাবার। কারণ কফি মেশিন থেকে রেফ্রিজারেটর সবই থাকছে এই গাড়িতে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×