ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারী উদ্যোক্তাদের শীতবস্ত্র মেলার উদ্বোধন

প্রকাশিত: ০০:৪২, ৯ নভেম্বর ২০১৮

নারী উদ্যোক্তাদের শীতবস্ত্র মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন স্টলে শোভা পাচ্ছে বাহারী রকমের পোষাক, মানিব্যাগ, পার্টস ব্যাগ, সোনা ও মুক্তার গহনা, আকর্ষনীয় জুয়েলারি, জুতা, মনিপুরি, জামদানী ও তাঁতের শাড়ি। এছাড়াও রয়েছে যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়, পিঠা ও খাঁটি মধু, ঘর সাজানো বিভিন্ন শোপিচসহ নিত্য প্রয়োজনীয় নানা রকম পন্য। দেশের বিভিন্ন অঞ্চলের অর্ধ শতাধিক নারী উদ্যোক্তাদের এসব সৃষ্টিশীল কাজ নিয়ে রাজধানীর গুলশান দুইয়ের সিক্স সিজন হোটেলে শুরু হয়েছে বর্ণাঢ্য শীতবস্ত্র মেলা। যদিও নাম রাখা হয়েছে বস্ত্র মেলা কিন্তু বস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই এ মেলা। এখানে ঘটেছে নারী উদ্যোক্তাদের সৃষ্টিশীল কাজের সমাহার। দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে উইমেনস এম্পাওয়ার্মেন্ট অর্গানাইজেশন। শুক্রবার দুপুরে মেলার উদ্বোধন করেন ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক, উইমেনস এন্টারপ্রেনার এসোসিয়েশনের প্রেসিডেন্ট নিলুফার করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা বিষয়ক কর্মকর্তা আয়শা নার্গিস ও মেলার স্পন্সর লারিনার পক্ষে রেহেনা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেনস্টেপ ওয়ান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাসুদুল হাসান ও টেকনো এ্যাপোজি’র কর্মকর্তা রায়হান উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেনস এম্পাওয়ার্মেন্ট অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, নন্দিনী ফ্যাশনের কর্ণধার, স্টেপ ওয়ান গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক নাজমা মাসুদ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, নিলুফার করিম বলেন, একজন পুরুষের চেয়ে যদি একজন নারী দ্বিগুন গুনাবলী সম্পন্ন না হয়, তাহলে উনি পুরুষের সে জায়গায় পৌঁছাতে পারবেন না। নারীর মধ্যে অনেক গুনাবলী থাকলেই তিনি একজন সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। নারী উদ্যোক্তাদের পরিশ্রমী, অধ্যবসায়ী, সৃষ্টিশীল, দূরদর্শী, ঝুকি নেয়ার ক্ষমতা অর্জন, দৃঢ় মনোবল এবং প্রতিযোগিতামূলক মনোভাব থাকতে হবে। তাকে মনে করতে হবে বাঁধা আসতে পারে, তা পেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তিনি নতুন নারী উদ্যোক্তা তৈরি করতে সবার সহায়তা কামনা করেন। তিনি আরো বলেন একজন নারীকে সমাজে প্রতিষ্ঠিত হতে হলে নিজেকে একজন পুরুষের চাইতেও বেশি কাজ করে তার নিজ যোগ্যতা প্রমান করতে হয়। আয়শা নার্গিস বলেন, নারীরা এখন সর্বক্ষেত্রে সাফল্য নিয়ে আসছে। দেশের উন্নয়নের মূল স্রোতধারায় নারীরা এমনভাবে সম্পৃক্ত হয়েছে যে কোন ক্ষেত্রেই তারা আর পিছিয়ে নেই। সরকারের উদ্যোগে নারীর ক্ষমতায়ন আজ এমন জায়গায় পৌঁছেছে যে কোন বাবা যদি তার কন্যা শিশু সন্তানকে বিয়ে দিতে উদ্যত হন তাহলে শিশুটির মা আইনগত ব্যবস্থা নিতে পারবেন। দু:স্থ কর্মক্ষম নারীরা যেন বিনা পয়সায় তাদের হাতের কাজ প্রদর্শন করে স্বাবলম্বী হতে পারেন, তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা মহিলা বিষয়ক অধিদপ্তর গ্রহণ করবেন বলেও জানান। নাজমা মাসুদ নারীর ক্ষমতায়নের এই মহতী উদ্যোগকে সবার কাছে পৌঁছে দেবার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। মেলা চলবে আগামীকাল শনিবার দিনব্যাপী।
×