ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রেবেকা ইসলাম-এর দুটি ছড়া-কবিতা

প্রকাশিত: ০৭:১৯, ১০ নভেম্বর ২০১৮

 রেবেকা ইসলাম-এর দুটি ছড়া-কবিতা

এই আমি টিকটিকি এই আমি টিকটিকি পা চিকন লিকলিকি ডাকি আমি থেমে থেমে টিকটিক, খুশি মনে খেয়ালে সিলিঙে ও দেয়ালে হেঁটে যেতে পারি আমি ঠিকঠিক। খুকু তুমি পারো কি? মুখ হল ভার ওকি! চোখে কেন জলে ভরা চিকচিক? কোরো নাকো চেষ্টা পাবে খিদে তেষ্টা দেখে লোকে হেসে যাবে ফিকফিক! . আকাশ জুড়ে রোদের খেলা উঠোন জুড়ে খুশির মেলা দেখবি যদি ওঠ পান চিবিয়ে খুকুমণি লাল করেছে ঠোঁট। সবুজ ডুরে শাড়ি পরে দাদি বানায় খিলি আকাশ জুড়ে রোদের খেলা করছে ঝিলিমিলি। পানের রসে মুখ ভরেছে খুকু ফেলে পিক একটুখানি পড়ে গেল দাদুর গায়ে ঠিক। নষ্ট হলো দাদুর চাদর খুকু খেল খাবি কই পালালো খুকুমণি খুঁজতে কারা যাবি?
×