ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নির্বাচনে আসা ছাড়া বিএনপির কোন বিকল্প নেই ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৩৮, ১১ নভেম্বর ২০১৮

নির্বাচনে আসা ছাড়া বিএনপির কোন বিকল্প নেই ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১০ নবেম্বর ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যত কথাই বলুক আর যত শর্তই দিক নির্বাচনে আসা ছাড়া তাদের কোন বিকল্প নেই। তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আমিও ছিলাম। আমিও যুক্তিতর্ক দিয়ে ওদের বক্তব্য খ-ন করার চেষ্টা করেছি। তারা চায়, একটা উপদেষ্টাম-লীর সরকার, যেটা সংবিধানে নাই। তারা চায়, সংসদ বিলুপ্ত হোক, যেটা সংবিধানে নাই। এ সময় মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধরাবাহিকতা রক্ষার জন্য আসন্ন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে তিনি ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলার আহ্বান জানান। শনিবার দুপুরে ভোলা সরকারী স্কুল মাঠে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনের কেন্দ্র কমিটির সদস্যদের বিশাল কর্মী সমাবেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেছেন। এই সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। সদর উপজেলার ১৩টি ইউনিয়নের কেন্দ্র কমিটির নারী সদস্যসহ প্রায় ১৫ হাজার কর্মী সমাবেশে অংশ নেয়। সমাবেশের শুরুতে ভোলাসহ দেশের উন্নয়ন এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সমাবেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আজকের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতৃত্বে আসার পর তাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার হত্যার বিচার করেছেন, জাতীয় ৪ নেতার হত্যার বিচার করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, সবশেষ তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার করেছেন। এসব বিচারের মধ্য দিয়ে বাংলাদেশকে তিনি কলঙ্কমুক্ত করেছেন। মন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে ভোলার আওয়ামী লীগ কর্মীদের ওপর অনেক অত্যাচার নির্যাতন করেছিল। ভোলার আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িঘরে থাকতে পারেনি। অনেক নেতাকর্মী ৫ বছর ঢাকায় গিয়ে থাকতে হয়েছে। মা বাবার জানাজায়ও অংশ নিতে পারেনি। আবার যদি বিএনপি ক্ষমতায় আসলে আরও ভয়াবহ পরিণতি হওয়ার আশঙ্কা করে বাণিজ্যমন্ত্রী প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলা আহ্বান জানান। মন্ত্রী আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না। ভোলায় বিএনপির কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশের গায়ে বোমা মেরে কিংবা বিএনপি নিজেরা নিজেরা ঝগড়া করে দুই একজন জেলে ছিল। আমরা কাউকে জেলে নেয়নি। মন্ত্রী গত ১০ বছরে ভোলায় নদী ভাঙ্গন প্রতিরোধ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন চিত্র তুলে ধরেন। মন্ত্রী বলেন, সারাদেশেই উন্নয়ন হয়েছে। উন্নয়ন যেমন হয়েছে শহরে তেমনি হয়েছে গ্রামে। ভোলাসহ দেশের প্রতিটি গ্রাম এখন শহরে পরিণত হয়েছে। গ্রামে গ্রামে বিদ্যুত পৌঁছে দেয়া হয়েছে। গ্রামীণ ভৌত অবকাঠামো ব্যাপক উন্নয়নের কারণে গ্রামের মানুষ আগের চেয়ে অনেক সুখ স্বাচ্ছন্দ্যে জীবন-যাপন করছেন। যা সম্ভব হয়েছে আমাদের আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায়। মন্ত্রী বলেন, ভোলার মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন ভোলা- বরিশাল ব্রিজ। এই ব্রিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে ভোলা-বরিশাল ব্রিজের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ হয়েছে। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই ব্রিজ নির্মাণ করা হবে। মন্ত্রী আরও বলেন, ভোলাতে রয়েছে প্রাকৃতিক গ্যাস সম্পদ। এই সম্পদ কাজে লাগিয়ে ভোলায় ইকোনমিক জোন গড়ে তোলা হবে। ভোলা হবে উন্নয়নের দিক থেকে দেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা। ভোলা হবে বাংলাদেশের সিঙ্গাপুর। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখার পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, পৌর মেয়র মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন হাওলাদার, মাহাবুবুল আলম শানু প্রমুখ।
×