ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ ॥ ডিআইইউ এর উদ্যোগে কর্মশালা

প্রকাশিত: ০৭:১৯, ১১ নভেম্বর ২০১৮

ক্যাম্পাস সংবাদ ॥ ডিআইইউ এর উদ্যোগে কর্মশালা

বাংলাদেশকে তামাক মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে প্রতি জেলা এবং উপজেলার টাস্কফোর্স কমিটির একযোগে কাজ করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, বরিশাল মোঃ খায়রুল আলম শেখ। গত ০৪ নবেম্বর জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়; বাংলাদেশ তামাকবিরোধী জোট; গ্রাম বাংলা উন্নয়ন কমিটি এবং টোব্যাকো কন্ট্রোল এ্যান্ড রিসার্স সেল (টিসিআরসি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমন্বয়ে এবং দি ইউনিয়নের কারিগরি ও আর্থিক সহযোগিতায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর কার্যকর বাস্তবায়নে করণীয়’ শীর্ষক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯ গাইবান্ধা ০১ এর সংসদ সদস্য ও সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় কমিটি এবং টিসিআরসির প্রেসিডেন্ট ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ খায়রূল আলম শেখ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, বরিশাল, জনাব খলিলুর রহমান, যুগ্ম সচিব, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল। এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মনোয়ার হোসেন, সিভিল সার্জন, বরিশাল; ডাঃ মোঃ হুমায়ূন শাহীন খান, সিভিল সার্জন, বরগুনা; ডাঃ শ্যামল কৃষ্ণ হাওলাদার, সিভিল সার্জন, ঝালকাঠি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, বিএসটিআই; উপ-পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর; প্রতিনিধি গ্রাম বাংলা উন্নয়ন কমিটি; বাংলাদেশ তামাকবিরোধী জোটের বরিশাল প্রতিনিধী; সভাপতি, মেট্রো পলিটন প্রেস ক্লাব। এছাড়াও অনুষ্ঠানে বরিশাল বিভাগের সকল জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন। ক্যাম্পাস প্রতিবেদক
×