ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এগোচ্ছে বাংলাদেশ ॥ মুমিনুলের শতক

প্রকাশিত: ২১:৪৬, ১১ নভেম্বর ২০১৮

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এগোচ্ছে বাংলাদেশ ॥ মুমিনুলের শতক

অনলাইন রিপোর্টার ॥ ম্যাচ শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই তিন উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ দল। সেখান থেকে শক্ত হাতে হাল ধরেছেন বাঁহাতি মুমিনুল হক এবং ডানহাতি মুশফিকুর রহিম। মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ব্যাটে চতুর্থ উইকেটে নিজেদের সেরা জুটি পেয়েছে বাংলাদেশ। ২৬ রানে ৩ উইকেট হারানোর পর জুটি বাঁধা এই দুই ব্যাটসম্যান অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে যোগ করেছেন ১৮২ রান। প্রথম দিনে সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল। দলকে দিয়েছেন দৃড় অবস্থান। ইনিংসের ১২তম ওভারে দলীয় ২৬ রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরেছিলেন অভিষিক্ত ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। এরপরই শুরু হয় মুশফিক ও মুমিনুলের প্রতিরোধ। প্রথমে রয়ে সয়ে এবং পরে রানের চাকা সচল রেখে জুটির শতরান পূরণ করেছেন দুজনে। এই উইকেটে আগের সেরা জুটিতেও ছিলেন মুমিনুল। বছরের শুরুতে চট্টগ্রামে লিটন দাসের সঙ্গে গড়েছিলেন ১৮০ রানের জুটি। চতুর্থ উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আগের সেরা জুটি ছিল তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ১৩২। ৬০ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩০৮ রান্ । এই সময়ে মুমিনুল ১১৫ ও মুশফিক ৭২ রানে অপরাজিত আছেন।
×