ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশের রান ৩০৩/৫

প্রকাশিত: ০০:১৫, ১১ নভেম্বর ২০১৮

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশের রান ৩০৩/৫

অনলাইন রিপোর্টার ॥ প্রথম ঘণ্টায় তিন উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে রেকর্ড গড়া জুটিতে পথ দেখালেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি করে ফিরে গেছেন মুমিনুল। ষষ্ঠ সেঞ্চুরিতে দলকে বড় সংগ্রহের পথে রেখেছেন মুশফিকুর রহিম। দারুণ ব্যাটিংয়ে তিনশ রানের স্বস্তিতে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দিনশেষে বাংলাদেমের রান ৫ উইকেটে ৩০৩ রান। এখন ব্যাটিং করছেন মুশফিকুর রাহম ১১১ ও মাহমুদউল্লাহ কোন রান না করে অপরাজিত আছেন্। টস জিতে ব্যাট করতে নামার পরই বাস্তবতাটা বুঝতে পারলো বাংলাদেশ। ১৩ রানের মাথায় ইমরুল কায়েস, ১৬ রানের মাথায় লিটন দাস এবং ২৬ রানের মাথায় ফিরে যান মোহাম্মদ মিঠুন। ২৬ রানেই নেই হয়ে গেলো তিন উইকেট। এমন পরিস্থিতিতে সিলেটের শঙ্কাই বার বার মাথাচাড়া দিয়ে উঠছিল। এই অবস্থা থেকে উত্তরণের ঘটিয়েছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ২৬৬ রানের জুটি।শেষ আধা ঘন্টায় মুমিনুল ১৬১ রানে আউট হওয়ার পর আউট হয়েছেন তাইজুল ৪ রানে। এখনও যেহেতু ক্রিজে আছেন মুশফিক ও মাহমুদউল্লাহ তাই আশা করা যাচ্ছে বাংলাদেশ একটি বড় রানের লিড নিবে।দু্ই টেস্ট সিরিজের সিলেট টেস্টে জিতে জিম্বাবুয়ে ১-০ ম্যাচে এগিয়ে আছে।
×