ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপিএলে দল পেলেন শাহারিয়ার নাফিস

প্রকাশিত: ০৩:০৭, ১১ নভেম্বর ২০১৮

বিপিএলে দল পেলেন শাহারিয়ার নাফিস

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম অধিনায়ক শাহারিয়ার নাফিস। দেশের হয়ে অনেক জয়ের সাক্ষী এক সময়ের এই বাঁহাতি ওপেনার। কিন্তু মাঝে পারফর্ম হারিয়ে চাপা পড়ে গেলেন অতল গহ্বরে। জাতীয় দলে খেলার আশা একরকম ছেড়েই দিয়েছেন নাফিস। কিন্তু গেল সব আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিভিন্ন দলের হয়ে খেলে আসছেন। গেলবছরও খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। কিন্তু এবার আর খেলোয়াড় নিলামে কোনও দল তাকে কিনতে আগ্রহ দেখায়নি। ষষ্ঠ বিপিএলে শেষ পর্যন্ত দল পাওয়া হয়নি তার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠে নাফিস ভক্তদের মাঝে। নিলামের সপ্তাহ দুয়েক পার হতে চললেও কোনও দল ডাকেনি তাকে। অবশেষে আজ রবিবার রাজশাহী কিংস তাদের অফিসিয়াল পেজে নিশ্চিত করে শাহারিয়ার নাফিসকে দলে নেয়ার ব্যাপারটি। নাফিসকে নিয়ে করা ফেসবুক পোস্টে দলের পক্ষ থেকে জানানো হয়, সে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রথম অধিনায়ক। সে তার সময়ের সেরা খেলোয়াড়, সে এখনও হার্ড হিটিং খেলতে পছন্দ করে। সে তার দলের জন্য অপরিহার্য ব্যাটসম্যান। সে অভিজ্ঞ, সে নির্ভরযোগ্য। সবার প্রতি অনুরোধ, শাহারিয়ার নাফিসকে স্বাগত জানাবেন আমাদের রাজ্যে।
×