ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে প্রার্থীর সংখ্যা রেকর্ড ছাড়াতে পারে

প্রকাশিত: ০৬:০০, ১২ নভেম্বর ২০১৮

 চট্টগ্রামে প্রার্থীর  সংখ্যা রেকর্ড  ছাড়াতে পারে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দলগত বা জোটগত যেভাবেই হোক না কেন, চট্টগ্রাম মহানগরী ও জেলার ১৬ আসনে রবিবার পর্যন্ত কেউ দলীয় প্রার্থিতার নিশ্চয়তা পাননি। সম্ভাব্য প্রার্থীদের অধিকাংশই এখনও ঢাকায় অবস্থান করছেন। তারা সবার আগে তৎপর হয়েছেন দলীয় টিকেট পাওয়ার চেষ্টায়। সে কারণে রবিবার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আগ্রহী প্রার্থীদের তেমন কোন ভিড় ছিল না। তবে চট্টগ্রামে এবার মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। রবিবার জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৬ জন। আজ সোমবার থেকে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়েও প্রার্থীদের চাপ বাড়বে বলে আশা করা হচ্ছে। আওয়ামী লীগ একক ও জোটগতভাবে নির্বাচন করার মনোভাব নিয়ে বহু আগে থেকেই তৎপর রয়েছে। রবিবার থেকে বিরোধী বিএনপি শিবিরের আগ্রহীরা নিশ্চিত হয়েছেন, তারা আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার শুরু হচ্ছে দলীয় মনোনয়নপত্র গ্রহণের কার্যক্রম। ফলে বিএনপি নেতারাও এখন ঢাকামুখী। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তফসিল ঘোষণার পর প্রথম দুদিন সাপ্তাহিক ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি আগ্রহী প্রার্থীরা। রবিবার দলীয় ও স্বতন্ত্র মিলে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম-৮ ও ৯ আসনে আবদুচ ছালাম (আওয়ামী লীগ), চট্টগ্রাম-১০ আসনে ফরিদ মাহমুদ (আওয়ামী লীগ), চট্টগ্রাম-১ মনিরুল ইসলাম (বিএনপি), রেজাউল করিম (স্বতন্ত্র), চট্টগ্রাম-২ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী (বিএনপি), মোঃ সরোয়ার আলমগীর (স্বতন্ত্র), চট্টগ্রাম-১২ আবু তালেব হেলালী (স্বতন্ত্র), চট্টগ্রাম-১৫ জামায়াত নেতা শাহজাহান চৌধুরী (স্বতন্ত্র), জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলাম (স্বতন্ত্র), চট্টগ্রাম-১৩ এমএ মতিন (ইসলামিক ফ্রন্ট), চট্টগ্রাম-৩ নুরুল মোস্তফা (বিএনপি), চট্টগ্রাম-১০ সাবিনা খাতুন (স্বতন্ত্র), চট্টগ্রাম-১১ আবুল বাশার মোহাম্মদ জয়নাল (ইসলামিক ফ্রন্ট), চট্টগ্রাম-৮ ইমদাদুল হক (স্বতন্ত্র) এবং চট্টগ্রাম-১৬ জামায়াত নেতা মাওলানা জহিরুল ইসলাম (স্বতন্ত্র)।
×