ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৬, ১২ নভেম্বর ২০১৮

দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ গতকাল রবিবার মিরপুরের সকালটা ছিল দুঃস্বপ্নময়। প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। কিন্তু মুমিনুল হক ও মুশফিকুর রহীমের দুইটি ধ্রুপদী ইনিংসে দিনটা চালকের আসনে থেকেই শেষ করতে পেরেছিল স্বাগতিকরা। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩০৩ রান। সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। আগের দিনের ১১১* রান নিয়ে মুশফিক ও মাহমুদউল্লাহ (০*) নেমেছেন মাঠে। গতকাল দিনটা বাংলাদেশের হলেও মুমিনুলের ডাবল সেঞ্চুরি না হওয়ার আক্ষেপ ছিল কিছুটা। দিনের চতুর্থ সেশনের শেষ দিকে ব্যক্তিগত ১৬১ রানে টেন্ডাই চাতারার বলে আউট হয়ে যান মুমিনুল। এরপর নাইট ওয়াচ ম্যান তাইজুলও খুব বেশিক্ষণ স্থায়ী হননি ক্রিজে। কাইল জার্ভিস ফিরিয়ে দেন তাইজুলকে (৪)। তাপরই প্রথম দিনের খেলা শেষের ঘোষণা দেন আম্পায়ার।
×