ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরাকি এমপিরা মার্কিন সেনাদের বের করে দিতে চান

প্রকাশিত: ১৮:৩০, ১২ নভেম্বর ২০১৮

ইরাকি এমপিরা মার্কিন সেনাদের বের করে দিতে চান

অনলাইন ডেস্ক ॥ ইরাকের সংসদ সদস্যরা তাদের দেশ থেকে মার্কিন সেনা বের করে দেয়ার চিন্তা করছেন। এজন্য তারা একটি বিল নিয়ে জাতীয় সংসদে আলোচনা করবেন। ইরাকের অভ্যন্তরীণ নানা বিষয়ে আমেরিকা যখন হস্তক্ষেপ করছে তখন ইরাকি এমপিরা এ পরিকল্পনা করছেন। ইরাকের কনস্ট্রাকশন অ্যালায়েন্সের নেতা আহমাদ আল-আসাদি বলেন, জাতীয় সংসদ সদস্যরা তাদের দাবি আদায়ের প্রচেষ্টা জোরদার করবেন যাতে ইরাক সরকার দেশ থেকে মার্কিন সেনা বের করে দেয়।সম্প্রতি ইরাকের আরবি ভাষার পত্রিকা আরাবি-২১ এ খবর দিয়েছে। ইরাক থেকে মার্কিন সেনাদের ফেরত পাঠানোর বিষয়ে গত সংসদের মেয়াদকালেও আহ্বান জানানো হয়েছিল তবে সংসদ সদস্যরা এবার পরিষ্কার সময়সীমা বেধে দিতে চান। আল-আসাদি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয়ের পর মার্কিন সেনাদের প্রয়োজন আছে কিনা তা পর্যালোচনা করে দেখার অধিকার রয়েছে ইরাক সরকারের। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনারা ইরাকে আগ্রাসন চালায়। বহু হত্যাকাণ্ড ও আলাপ-আলোচনার পর ২০১২ সালের দিকে বেশিরভাগ সেনা প্রত্যাহার করলেও ২০১৪ সালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নামে আমেরিকা আবার ইরাকে মার্কিন সেনা মোতায়েন করা হয়।
×