ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অন্যসব স্বাস্থ্য ভাবনা

প্রকাশিত: ০৬:৪২, ১৩ নভেম্বর ২০১৮

অন্যসব স্বাস্থ্য ভাবনা

শসার ১০ উপকারী দিক ১. অস্থি সন্ধির ব্যথা দূর করে ২. কোলেস্টেরল মাত্রা কমায় ৩. ওজন কমতে সাহায্য করে ৪. ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করে ৫. ক্যান্সারবিরোধী শসা ৬. ব্রণ দূর করে ৭. চোখের নিচে কালি ও ফোলা দূর করে ৮. মসৃণ ত্বক আনয়ন করে ৯. মাথা যন্ত্রণা দূরে রাখে ১০. শরীরে যথেষ্ট পরিমাণ পানি সরবরাহ করে লবঙ্গের গুণাবলী ০ সর্দি-কাশিতে লবঙ্গ খুব উপকারী ০ প্রাকৃতিক মুখগহ্বর পরিষ্কারকারক ০ বমি ভাব কমিয়ে দেয় ০ বদ হজম দূর করে ০ পেট ফাঁপা কমায় ০ মুখগহ্বরের ক্ষত কমায় ০ দাঁতের ব্যথা ও মাড়ির রক্তক্ষরণ কমায় ০ উচ্চ কোলেস্টেরলের মাত্রা কমায় ০ রক্ত সঞ্চালন বাড়ায় ০ এন্টি সেপটিক হিসেবে কাজ করে কিশমিশ ক্যান্সার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে নব্য গবেষণার নতুন সমীক্ষা : ৫টি ক্ষেত্রে অতি কার্যকরী (ঠবৎু বভভবপঃরাব) ব্যবহার- * ক্যান্সার ও উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণ করে * ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে * চোখ ও দাঁত সুস্থ রাখে * কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের সমস্যায় কার্যকর * রক্ত স্বল্পতা দূর করে হাড় মজবুত করে রেজিন হচ্ছে এক ধরনের প্রাকৃতিক ও কৃত্রিম উপাদান যা ননক্রিস্টালাইন অথবা আঠালো জাতীয় উপাদান। রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে রেজিনকে বিভিন্নভাবে ভাগ করা যায়। প্রাকৃতিক রেজিন সাধারণ স্বচ্ছ ও পরিষ্কার হলুদ ও বাদামী রঙের। প্রাকৃতিক রেজিন পাওয়া যায় বিভিন্ন গাছ থেকে। রেজিন বিভিন্ন জৈব উপাদানে দ্রবণীয় এবং পানিতে অদ্রবণীয়। রেজিন অলিভ ও সেমিসলিডের আঠালো উপাদান যা কার্বক্সিলিক এ্যাসিড ও এ্যামারফাসের মিশ্রণ যা বিভিন্ন উদ্ভিদ থেকে পাওয়া যায়। রেজিন কোষ্ঠকাঠিন্য, উচ্চ রক্তচাপ, ক্যান্সার ও ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে।
×