ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৫ ঘণ্টা পর জামালপুরের পথে ট্রেন চালু

প্রকাশিত: ১৭:৪১, ১৩ নভেম্বর ২০১৮

৫ ঘণ্টা পর জামালপুরের পথে ট্রেন চালু

অনলাইন রিপোর্টার ॥ লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার কারণে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর জামালপুর-ময়মনসিংহ লাইনে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। জামালপুর রেল স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম জানান, শহরের বন্দেরবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক সোমবার রাত ৯টা ৪০ মিনিটে রেল লাইনের ওপরে বিকল হয়ে যায়। মিনিট দশেক পর ঢাকা থেকে আসা কমিউটার ট্রেন দেওয়ানগঞ্জের দিকে যাওয়ার সময় ট্রাকটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে যায়। এ অবস্থায় জামালপুর-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেল কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় লাইনের ওপর থেকে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর রাত ৩টা ২০ মিনিটে ওই লাইনে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে স্টেশন মাস্টার জানান। এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে লাইন বন্ধ থাকায় ঢাকা থেকে তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এবং ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস পথে আটকা পড়লে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
×