ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে জিম্বাবুয়ের রান ১০০/৩

প্রকাশিত: ১৯:০৯, ১৩ নভেম্বর ২০১৮

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে জিম্বাবুয়ের রান ১০০/৩

অনলাইন ডেস্ক ॥ মিরপুরে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে জিম্বাবুয়ে ৩ উইকেট হারিয়ে করেছে ১০০ রান।প্রথম সেশনে জিম্বাবুয়ের আগের দিনের দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। দুই ঘণ্টায় দুই মেজাজের ব্যাটিংয়ে একশ ছুঁয়েছে জিম্বাবুয়ের সংগ্রহ। বাংলাদেশের পক্ষে তাইজুল ২টি ও মিরাজ নিয়েছেন ১ উইকেট। লাঞ্চে যাওয়ার সময় সফরকারীদের স্কোর ১০০/৩। ব্রেন্ডন টেইলর ১৯ ও শন উইলিয়ামস ১ রানে ব্যাট করছেন। প্রথম সেশনে ৭৫ রান যোগ করেছে হ্যামিল্টন মাসাকাদজার দল। প্রথম ঘণ্টায় তারা তুলেছিল মাত্র ১৭ রান। ব্রায়ান চারির আক্রমণাত্মক ব্যাটিংয়ে পরের ঘণ্টায় যোগ করে ৫৮ রান। নাইটওয়াচম্যান ডোনাল্ড টিরিপানোকে ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে বিদায় নেন চারি। নিজের প্রথম ১০০ বল থেকে মাত্র ৩০ রান করতে পেরেছিলেন চারি। এরপর ত্রিশ থেকে পঞ্চাশে পৌঁছতে তিনি খেলেন মাত্র ১১টি বল। খালেদকে ছক্কা মারার পরে তাইজুলের এক ওভারেই মারেন তিন চার। ১১১ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। তবে মধ্যাহ্ন বিরতির ঠিক আগে দিয়ে তিনি সাজঘরে ফিরে যাওয়ায় খানিক চাপে পড়ে গিয়েছে সফরকারিরা। চারির পঞ্চাশে অবশ্য অবদান ছিলো বাংলাদেশের ফিল্ডাদেরও। অভিষিক্ত খালেদ আহমদের বোলিংয়েই পয়েন্ট অঞ্চলে চারির ক্যাচ ছেড়ে দিয়েছিলেন তাইজুল। জীবন পেয়েই নিজের ফিফটি তুলে নেন চারি। তিনি জীবন পেয়েছিলেন আরও একবার। মেহেদি হাসান মিরাজের বলে লেগস্লিপে ক্যাচ ছেড়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এরপর আর তাকে বেশিদূর যেতে দেননি মিরাজ। ঠিক পরের বলেই শর্ট লেগে দাঁড়ানো মুমিনুল হকের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়ে দেন ১২৮ বলের সংগ্রামী ইনিংসে ৫৩ রান করা চারিকে। জিম্বাবুয়ে এখনও পিছিয়ে আছে ৪২২ রানে।
×