ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মালিতে জাতিসংঘের ঠিকাদারের ওপর হামলায় নিহত ৩

প্রকাশিত: ১৯:২৯, ১৩ নভেম্বর ২০১৮

মালিতে জাতিসংঘের ঠিকাদারের ওপর হামলায় নিহত ৩

অনলাইন ডেস্ক ॥ মালির গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে এক আত্মঘাতী হামলায় কমপক্ষে তিন বেসামরিক লোক নিহত এবং মাইন অপসারণে জাতিসংঘের সাথে চুক্তিতে কাজ করতে আসা চার বিদেশী শ্রমিক আহত হয়েছে। নিহতরা মালির নাগরিক। গতকাল সোমবার এঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রণালয় ও অন্যান্য সূত্র একথা জানিয়েছে। দেশটির মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আল-কায়েদা সংশ্লিষ্ট এক জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।স্থানীয় সময় রাত আটটার দিকে গাও নগরীতে এ হামলা চালানো হয়েছে। দেশটির মন্ত্রণালয় আরো জানায়, একটি আবাসিক কমপ্লেক্স চত্বরে বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। বিস্ফোরণে আশপাশের কয়েকটি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। পশ্চিমা একটি কূটনৈতিক সূত্র জানায়, গাওয়ে সোমবারের এই সন্ত্রাসী হামলায় দুই কলম্বিয়ান, এক দক্ষিণ আফ্রিকান ও এক জিম্বাবুয়ের নাগরিক আহত হয়েছেন। এরা জাহিসংঘের মাইন অপসারণ কার্যক্রমের ঠিকাদারী প্রতিষ্ঠানের (ইউএনএমএএস) সাথে সাবকন্ট্রাকে কাজ করতেন। গ্রুপ টু সাপোর্ট ইসলাম অ্যান্ড মুসলিম (জিএসআইএম) নামের একটি জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।
×