ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনে সবার জন্য মাঠ সমতল করতে হবে ॥ রিজভী

প্রকাশিত: ২০:০৩, ১৩ নভেম্বর ২০১৮

নির্বাচনে সবার জন্য মাঠ সমতল করতে হবে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশি পর্যবেক্ষকদের এড়িয়ে ‘ভোট চুরির’ নির্বাচন করতেই নির্বাচন কমিশন ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ দিয়েছে। নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক সপ্তাহ পেছানোর ঘোষণা দিলেও বিএনপি ভোট এক মাস পেছানোর দাবিতে অনড় রয়েছে। “২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব। থার্টি ফার্স্ট আর ইংরেজি নববর্ষের কারণে বিদেশি পর্যবেক্ষক ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনার এবং মিশন কর্মকর্তারা ছুটিতে থাকেন। তাদের দৃষ্টির অন্তরালে একটা বড় ভোট চুরির নির্বাচন করতে সরকারের কৌশলী নির্দেশে ৩০ ডিসেম্বর ভোটের দিন নির্ধারণ করছে ইসি।” ঐক্যফ্রন্টের দাবিতে অনড় থাকার কথা জানিয়ে এই বিএনপি নেতা বলেন, “নির্বাচনের শিডিউল এক মাস পেছাতে হবে। নির্বাচনে সবার জন্য মাঠ সমতল করতে হবে। শুধু নিজের জন্য মাঠ সমতল করবেন আর অন্যদের বের করে দেবেন এটা চলবে না।“ নির্বাচন কমিশন সোমবার তফসিল পুননির্ধারণ করে। সাত দিন পিছিয়ে ভোটের নতুন তারিখ ঠিক হয় ৩০ ডিসেম্বর। তার আগে ২৮ নবেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় রাখা হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এবং বিকল্পধারা বাংলাদেশ পুনঃনির্ধারিত তফসিলকে স্বাগত জানালেও বিএনপির পক্ষ থেকে বলা হয়, নির্বাচন কমিশনের পুনঃতফসিলে সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
×