ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন

প্রকাশিত: ২৩:৩৩, ১৩ নভেম্বর ২০১৮

বরিশালে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘উন্নয়নের শীর্ষে যাব, যথাযথ আয়কর দিব’ শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার সকালে বরিশাল নগরীতে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড ও বরিশাল কর অঞ্চলের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে মেলার উদ্বোধণ করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) আরিফা শাহানা। সরকারী বরিশাল কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক এটিএম কামরুজ্জামানের সঞ্চালনায় কর অঞ্চলের কর কমিশনার মকবুল হোসেন পাইকের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত কর কমিশনার আবুল বাসার আকন, যুগ্ম কর কমিশনার মোঃ লুৎফুর রহমান, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ নাঈমুর রসুল প্রমুখ। জানা গেছে, আগামী ১৯ নবেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ মেলার কার্যক্রম চলবে। আয়কর মেলায় সেবাগুলোর মধ্যে রয়েছে-নতুন করদাতাদের জন্য ১২ডিজিটের টিআইএন রেজিস্ট্রেশন এবং পুরান করদাতাদের জন্য টিআইএন রি-রেজিস্ট্রেশন করার ব্যবস্থা। আয়কর রির্টান এবং সিটিজেন চার্টার সরবরাহ। আয়কর রির্টান জমা দেওয়ার ব্যবস্থা এবং তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকার প্রদান। হেল্প ডেক্সের মাধ্যমে করদাতাদের প্রয়োজনীয় সহায়তা, ই-পেমেন্টের মাধ্যমে আয়কর দেওয়ার সুবিধা, অধিক্ষেত্রে অনুযায়ী আয়কর রির্টান জমা দানে সহায়তা করা। অনলাইনে রির্টান দাখিল সম্পর্কিত প্রাথমিক ধারনা এবং পাসওয়ার্ড দেওয়া এবং অনলাইনে রির্টান দাখিলের ব্যবস্থা। এছাড়াও মেলা প্রাঙ্গণে সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকের অস্থায়ী বুথের মাধ্যমে আয়করের টাকা পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মেলা প্রাঙ্গণে ভ্যাট ও সঞ্চয় পরিদফতরের অস্থায়ী বুথের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গতবছর বরিশাল কর অঞ্চলের আওতায় বিভাগে করদাতার সংখ্যা ছিল ৫৫ হাজার।
×