ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় নানা আয়োজনে হুমায়ূন আহমেদের জন্মদিন পালিত

প্রকাশিত: ০০:০৫, ১৩ নভেম্বর ২০১৮

নেত্রকোনায় নানা আয়োজনে হুমায়ূন আহমেদের জন্মদিন পালিত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ র‌্যালি, আলোচনা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের নিজ জেলা নেত্রকোনায় তাঁর জন্মদিন পালিত হয়েছে। হিমু পাঠক আড্ডা’র উদ্যোগে সকাল সাড়ে ১০টায় জেলা শহরের সাতপাই চক্ষু হাসপাতালের সামনে থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। হলুদ পাঞ্জাবী আর গেঞ্জি পরে শতাধিক হিমু ভক্ত র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালির উদ্বোধন করেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। পরে র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, শিকড় উন্নয়ন কর্মসূচির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খোকন, হিমু পাঠক আড্ডা’র সভাপতি আলপনা বেগম ও সাইফুল্লাহ এমরান প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কোরানখানিসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হুমায়ূন আহমেদের চাচা আলতাবুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল কাইয়ুম আকন্দ ও আশরাফুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, হুমায়ূন আহমেদের পৈত্রিক বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুরে।
×