ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদের কুফল শীর্ষক সমাবেশ

প্রকাশিত: ০০:১৪, ১৩ নভেম্বর ২০১৮

হবিগঞ্জে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদের কুফল শীর্ষক সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ প্রথমবারের মতো হবিগঞ্জে অনুষ্ঠিত হলো কওমী মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের নিয়ে কুরআন-হাদিসের আলোকে ‘সমাজ ও রাষ্ট্রে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদের কুফল’ শীর্ষক এক রচনা প্রতিযোগিতা ও বিশাল সমাবেশ। আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে ইসলামিয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসার হল রুমে আয়োজিত এবং সংশ্লিস্ট মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা তোফাজ্জল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম বার। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, দ্বীনি শিক্ষা বোর্ডের সাধারন সম্পাদক হাফেজ শামছুল হক, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সেক্রেটারী ছানু মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন নানা পেশার মানুষ।
×