ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবারও মতিয়া চৌধুরীকে একক প্রার্থী করে রেজ্যুলেশন

প্রকাশিত: ০০:৩৪, ১৩ নভেম্বর ২০১৮

এবারও মতিয়া চৌধুরীকে একক প্রার্থী করে রেজ্যুলেশন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে এবারও দলের একক প্রার্থী ঘোষণায় রেজ্যুলেশন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নকলা শহরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শনিবার নালিতাবাড়ী শহরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টারের সভাপতিত্বে আয়োজিত পৃথক বর্ধিত সভায় একই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার বিকেলে ওই তথ্য নিশ্চিত করে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ জনকণ্ঠকে জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা দলের উপজেলা ও শহর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় ২শ সদস্যের মধ্যে ১৯০ জন উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দলকে ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে শেরপুর-২ আসনে দলের একক প্রার্থী করার প্রশ্নে এবারও ৪ বারের সংসদ সদস্য, সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর পক্ষে উপস্থিত উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ সকল সদস্য একমত পোষণ করায় তা নিয়ে সর্বসম্মত সিদ্ধান্তে তাৎক্ষণিক রেজ্যুলেশন করা হয়। এখন রেজ্যুলেশনের ওই কপি দ্রুত দলীয় প্রধান শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডে পাঠানো হবে। একই কথা জানিয়ে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক বলেন, নালিতাবাড়ীতে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা ও শহর শাখার ৯০ ভাগ নেতা উপস্থিত ছিলেন এবং তারা সবাই দলের একক প্রার্থী করার বিষয়ে বেগম মতিয়া চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি আরও জানান, শতশত কোটি টাকার নজরকাড়া উন্নয়নসহ এলাকায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় রেকর্ড সৃষ্টি করার কারণেই মতিয়া চৌধুরীর কোন বিকল্প নেই। তিনি উন্নয়ন, আদর্শ ও সততার প্রতীক হওয়ায় সাধারণ লোকজন দলমতের উর্ধ্বে থেকে এখন তাকেই চান। উল্লেখ্য, এ আসনে বর্তমান সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী ও গত নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী কৃষিবিদ বদিউজ্জামান বাদশাসহ ৬ জন দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
×