ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রথম ইনিংসে ২১৮ রানে এগিয়ে বাংলাদেশ ॥ জিম্বাবুইয়ে অলআউট ৩০৪ রানে

প্রকাশিত: ০১:১৭, ১৩ নভেম্বর ২০১৮

প্রথম ইনিংসে ২১৮ রানে এগিয়ে বাংলাদেশ ॥ জিম্বাবুইয়ে অলআউট ৩০৪ রানে

অনলাইন রিপোর্টার ॥ সিলেটে শোচনীয় পরাজয়ের পর ঢাকায় জিততে না পারলে সিরিজই হেরে যাবে বাংলাদেশ। সুতরাং, ঢাকায় জয় ছাড়া অন্য কিছু চিন্তায় নেই টাইগারদের। এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রয়োজন জিম্বাবুইয়েকে খুব দ্রুত অলআউট করে ফলো অনে ফেলা। কিন্তু ৬ষ্ঠ উইকেট জুটিতে ব্রেন্ডন টেলর আর পিটার মুর মিলে বাংলাদেশের সেই আশাকে বাঁধাগ্রস্থ করে তুলেছিলো।তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেরে প্রথম ইনিংসে করা ৫২২ রানের জবাবে ৩০৪ রানে অলআউট হয়েছে।ফলে বাংলাদেশ এগিয়ে আছে ২১৮ রানে। দলের খুব প্রয়োজনের সময় নিজেদের মেলে ধরলেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। স্পিন ভেল্কিতে প্রথম ইনিংসে দলকে এনে দিলেন বড় লিড। এনামুল হক জুনিয়র ও সাকিব আল হাসানের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নিলেন তাইজুল ইসলাম। মিরপুরের উইকেট যেহেতু সকালের শেসনে ফাস্ট বোলারদের জন্য খুব উপযোগী তাই জিম্বাবুইয়েকে ফলো অনে করে ব্যাটিংয়ে পাঠাতে পারে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।যদিও বাংলাদেশের ফাস্ট বোলাররা আজ সকালে খুব একটা সুবিধা করতে পারেনি। তাই ফলো অন না করে বাংলাদেশ আবার ব্যাটিং করে বড় একটা রনের টার্গেট দিতে পারে বিম্বাবুইয়েকে। সেই চেষ্টায় অবশ্য বাংলাদেশকে দ্রুত রান তুলতে হবে। টেলর ১১০ ও মুরের ৮১ রানের সুবাদে জিম্বাবুয়ে প্রতিরোধ সৃষ্টি করলেও তাহাইজুল ও মিরাজ তা বেশি দুর এগোতে দেয়নি।
×