ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৬ নবেন্বর পর্যন্ত জাসদের মনোনয়ন বিতরণের সময়সীমা বৃদ্ধি

প্রকাশিত: ০২:২৬, ১৩ নভেম্বর ২০১৮

১৬ নবেন্বর পর্যন্ত জাসদের মনোনয়ন বিতরণের সময়সীমা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পরিবর্তন আনায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর দলীয় মনোনয়নপত্র বিতরণের সময়সীমা ১৬ নবেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জাসদ পার্লামেন্টারি বোর্ড আগামী ১৮ নভেম্বর দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। ১৪ দলের অন্যতম শরিক এই দলটি আওয়ামী লীগের সঙ্গে জোটগত নির্বাচন করলেও পৃথকভাবে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। ইতোমধ্যে প্রায় দুই শতাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ৭২তম জন্মদিনে ইনুকে নেতাকর্মীদের শুভেচ্ছা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু পার্লামেন্টারি বোর্ডের সভায় যোগ দিতে কার্যালয়ে আসলে দলের নেতা-কর্মীরা তার ৭২তম জন্মদিন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। নেতা-কর্মীরা উপস্থিত সবাইকে মিষ্টি খাওয়ান। নেতা-কর্মীদের উদ্দেশ্যে ইনু বলেন, জাসদ যে রাজনৈতিক সংগ্রামের মধ্যে আছে তাতে জাসদের নেতা-কর্মীদের জন্মদিন পালন করার কোন সুযোগ নেই। তারপরও তার প্রতি নেতা-কর্মীদের ভালবাসায় তিনি অভিভূত। তিনি নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জাসদ নেতাদের দল না, কর্মীদের দল। তিনি জাসদের পাহাড়াদার মাত্র।
×