ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জামালপুরে ট্রাক-ট্রেন সংঘর্ষে সাড়ে ৫ ঘন্টা ট্রেন চলাচল বিঘ্ন

প্রকাশিত: ০৩:০৩, ১৩ নভেম্বর ২০১৮

জামালপুরে ট্রাক-ট্রেন সংঘর্ষে সাড়ে ৫ ঘন্টা ট্রেন চলাচল বিঘ্ন

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর-শেরপুর বাইপাস সড়কের জামালপুর শহরের বন্দেরবাড়ি এলাকায় রেলওয়ের লেবেলক্রসিংয়ে সোমবার রাত পৌনে দশটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেন ও ধানের কুঁড়ার বস্তাবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ট্রেন চলাচল বিঘ্ন ঘটেছে। ট্রেন আসার আগেই লেবেলক্রসিংয়ে নষ্ট হয়ে আটকাপড়া ট্রাকটির কারণেরই এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। উদ্ধার কাজ শেষে সোমবার রাত সোয়া তিনটার দিকে ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনায় ট্রেনটির কোনো ক্ষতি না হওয়ায় হাজারো যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে যান। জানা গেছে, দুর্ঘটনাস্থলের স্থানীয় লোকজন দুর্ঘটনার সময় ওই লেবেলক্রসিংয়ে কোনো গেটকিপার না থাকার অভিযোগ করলেও রেলওয়ে কর্তৃপক্ষ দাবি করেছে সেখানে দায়িত্বেরত গেটকিপার মো: সাইফুল ইসলাম স্থানীয়দের সাথে নিয়ে লাল নিশান উড়িয়ে কমিউটার ট্রেনটি থামানোর চেষ্টা করেন। কিন্তু দ্রুতগতিতে আসা ট্রেনটি ততক্ষণে ট্রাকের সাথে সজোরে ধাক্কা লেগে থেমে যায়। রেলওয়ের জামালপুরের উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) কবীর হোসেন রানা বলেন, দুর্ঘটনার সময় বন্দেরবাড়ি লেবেলক্রসিংয়ে সাইফুল ইসলাম লাল নিশান দেখালেও খুবই কম দূরত্ব ও কম সময়ের কারণে ট্রেনচালক ট্রেন নিয়ন্ত্রণে নেয়ার আগেই ট্রাকের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই আমরা সেখানে উদ্ধার কাজ শুরু করি এবং রাত সোয়া ৩টার দিকে আটকাপড়া কমিউটির ট্রেনটি দুর্ঘটনাস্থল থেকে ছেড়ে যায়। জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো: রফিকুল ইসলাম জনকণ্ঠকে, দুর্ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক ও ট্রাকে থাকা ধানের কুঁড়ার বস্তা সরিয়ে সোমবার রাত সোয়া ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এ সময় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। তবে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেন ছাড়া অন্যান্য ট্রেনগুলো সময়মতো জামালপুর রেলস্টেশন থেকে ছেড়ে গেছে।
×